♠Kill Vehicles- First Line of Defense Against Ballistic Missiles
.
★★★ আমরা অনেকেই মনে করি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গুলোকে প্রতিহত করা প্রায় অসম্ভব, এবং তা অনেক যুক্তিযুক্ত ও বটে। কেননা ম্যাক~২০+ গতিবেগের মিসাইল কে ইন্টার্সেপ্ট করা চাট্টিখানি কথা না। তবে একটা কথা আছেনা "ভাইরাস যত টাই শক্তিশালী হোক না কেনো, একটা সময় এন্টিভাইরাস ঠিকি চলে আসে"। ঠিক তেমনি পৃথিবীতে অনেক গুলো অপ্রতিরোধ্য ব্যালেস্টিক মিসাইল গুলোকে কাউন্টার করতে একটি সফল ও পরিক্ষিত # এন্টি_ব্যালিস্ট িক_মিসাইলসার্ভিস রয়েছে, যার মালিক যুদ্ধবাজ-রাষ্ট্র বা যুক্তরাষ্ট্রRaytheon Kill Vehicles হচ্ছে পৃথিবীর একমাত্র সফল ABM মিসাইল, এই ABM টির গতিবেগ ম্যাক-৩০ যা যে কোন ICBM কে ইন্টার্সেপ্ট করতে যথেষ্ট গতিবেগ। Kill Vehicles এর রেঞ্জ ৮ হাজার কিঃমিঃ এবং এই ABM টি ICBM থেকে এর MIRVs আলাদা হবার আগেই মিসাইল কে প্রতিহত করতে সক্ষম। পরীক্ষার সময় এই ABM ৮টি ব্যালিস্টিক মিসাইল কে সফলতার সাথে ধ্বংস করে পৃথিবীর প্রথম সফল এবিএম এর রেকর্ড গড়ে। যতদূর জানা যায়, মার্কিনী দের কাছে প্রায় ৩০-৪০ টি এই এন্টি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, আর এর জন্য তাদের মাত্র $30+ Billion Dollar খরচ করতে হইছে এই প্রজেক্টেতবে এটা আন-অফিসিয়ালি,,,কেননা এই মিসাইল সার্ভিসে আছেকিনা তার কোন অফিসিয়াল স্টেটমেন্ট নাই।
★★★ আমরা অনেকেই মনে করি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গুলোকে প্রতিহত করা প্রায় অসম্ভব, এবং তা অনেক যুক্তিযুক্ত ও বটে। কেননা ম্যাক~২০+ গতিবেগের মিসাইল কে ইন্টার্সেপ্ট করা চাট্টিখানি কথা না। তবে একটা কথা আছেনা "ভাইরাস যত টাই শক্তিশালী হোক না কেনো, একটা সময় এন্টিভাইরাস ঠিকি চলে আসে"। ঠিক তেমনি পৃথিবীতে অনেক গুলো অপ্রতিরোধ্য ব্যালেস্টিক মিসাইল গুলোকে কাউন্টার করতে একটি সফল ও পরিক্ষিত # এন্টি_ব্যালিস্ট িক_মিসাইলসার্ভিস রয়েছে, যার মালিক যুদ্ধবাজ-রাষ্ট্র বা যুক্তরাষ্ট্রRaytheon Kill Vehicles হচ্ছে পৃথিবীর একমাত্র সফল ABM মিসাইল, এই ABM টির গতিবেগ ম্যাক-৩০ যা যে কোন ICBM কে ইন্টার্সেপ্ট করতে যথেষ্ট গতিবেগ। Kill Vehicles এর রেঞ্জ ৮ হাজার কিঃমিঃ এবং এই ABM টি ICBM থেকে এর MIRVs আলাদা হবার আগেই মিসাইল কে প্রতিহত করতে সক্ষম। পরীক্ষার সময় এই ABM ৮টি ব্যালিস্টিক মিসাইল কে সফলতার সাথে ধ্বংস করে পৃথিবীর প্রথম সফল এবিএম এর রেকর্ড গড়ে। যতদূর জানা যায়, মার্কিনী দের কাছে প্রায় ৩০-৪০ টি এই এন্টি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, আর এর জন্য তাদের মাত্র $30+ Billion Dollar খরচ করতে হইছে এই প্রজেক্টেতবে এটা আন-অফিসিয়ালি,,,কেননা এই মিসাইল সার্ভিসে আছেকিনা তার কোন অফিসিয়াল স্টেটমেন্ট নাই।

No comments:
Post a Comment