Saturday, 23 July 2016

B-21 Stealth Bomber:-

                                                                 B-21 Stealth Bomber:-
কয়েকদিন আগে মার্কিন বিমান বাহিনী তাদের পরবর্তি প্রজম্মের স্তিলথ বোমারু বিমানবি-২১ এর ছবি প্রকাশ করেছে।। তবে এবার ডিজাইনে বড় ধরনের কোন পরিবর্তন থাকছে।।বি-২১ দেখতে অনেকটা তার পুর্বসুরি বি-২ এর মতো।। তবে বি-২১ এর সক্ষমতাবি ২ এর তুলনায় অনেক বেশি হবে।প্রতিটি বিমান তৈরিতে খরচ হবে ৫১১ মিলিয়ন ডলার।বি ২১ কে পুরোনো বি ৫২ এবং বি ১ এর স্থলাভিষিক্ত করা হবে।।।মার্কিন বিমান বাহিনী নর্থরুপ গ্রুমম্যান কর্পোরেশন হতে ১০০ বি-২১ কিনবে।

No comments: