১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধে বিপুল পরিমাণে আমেরিকান বিমান কোরিয়ান মিগ-১৫ এর শিকার হয়, অবস্থা এমন হয়ে দাড়ায় যে দিনের বেলা সকল বিমান হামলা বন্ধ করতে বাধ্য হয় আমেরিকা। কোরিয়ান আকাশে পুনরায় দখল ফিরে পেতে এবং মিগ কে কাউন্টার করতে নিয়ে আসা হয় এফ-৮৬ সেভার কে, মিগের সাথে টেক্কা দেয়ার মতো এই ফাইটার টি ২ মাসের মধ্যেই পুনরায় কোরিয়ার আকাশ দখল করে নেয়, মিগ অনেক কার্যকরী হলেও অদক্ষ পাইলটের জন্য হারের শিকার হয়, মজার ব্যাপার হল বাংলাদেশের বিমান বাহিনিতে আসা প্রথম জেট গুলোর মদ্ধে পাকিস্তানিদের ফেলে যাওয়া কিছু এফ-৮৬ ছিল যা যুদ্ধ বিজয়ের পর উড়ানো হয়েছিলো।

No comments:
Post a Comment