সিঙ্গাপুর টেকনোলজিস কাইনেটিক্স লিমিটেডের তৈরী পেগাসাস লাইটওয়েট হাওইটজার। এই হাওইটজারগুলোর একটি বিশেষ দিক হল এদের হেলিকপ্টারের সাহায্যে বহন করা যায়। এখন অনেকেই বলতে পারেন আরও অনেক হাওইটজারকেওতো হেলিকপ্টারের মাধ্যমে বহন করা যায় তাহলে এই বৈশিষ্ট্যটি এর বিশেষত্ব হয় কিভাবে? এই বৈশিষ্ট্যটিকে এর বিশেষত্ব বলার কারণ এটি একটি ১৫৫ মি.মি. হাওইটজার এবং এটিই প্রথম ১৫৫ মি.মি. হাওইটজার যাকে হেলিকপ্টারের মাধ্যমে বহন করা সম্ভব। সাধারণত ১০৫ মি.মি. হাওইটজারগুলোকে হেলিকপ্টারের বহন করা হয় কিন্তু ১০৫ মি.মি. তুলনায় ১৫৫ মি.মি. হাওইটজারগুলোকে যেহেতু শক্তিশালী ও বড় শেল ফায়ার করতে হয় তাই স্বভাবতই ১৫৫ মি.মি. হাওইটজারগুলো এতটা ভারী হয় যে এদের হেলিকপ্টারের মাধ্যমে বহন করা সম্ভব হয় না। কিন্তু এই হাওইটজারটিকে তৈরীর সময় টাইটেনিয়াম অ্যালয় এবং অ্যালুমিনিয়াম অ্যালয়ের মত ওজনে হালকা কিন্তু শক্তিশালী উপাদান ব্যবহার করায় এদের ওজন তুলনামূলক কম হওয়ায় এদের সহজেই হেলিকপ্টারে বহন করা যায়। এই হাওইটজারগুলোতে সেমি অটোমেটিক লোডিং সিস্টেম রয়েছে এবং এরফলে এটি মাত্র ২৪ সেকেন্ডে তিন রাউন্ড গোলা নিক্ষেপ করতে সক্ষম। এটিকে পরিচালনা করতে প্রায় ৬-৮ জন ক্রু প্রয়োজন হয় এবং এটি প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে গোলা নিক্ষেপ করতে সক্ষম.....

No comments:
Post a Comment