Friday, 15 July 2016

দক্ষিণ চিন সাগরে আজ বুধবার অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ পাঠাল তাইওয়ান।

দক্ষিণ চিন সাগরে আজ বুধবার অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ পাঠাল তাইওয়ান। হেগের আদালতে বিরোধপূর্ণ দক্ষিণ সাগর নিয়ে রায় দেওয়ার একদিন পরই সেখানে তাইওয়ানের কথিত সাগরসীমা রক্ষার জন্য এই যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে। ইতিমধ্যে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় নগরী কাওশিউন থেকে রণতরীটি তাইপিং দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে হেগের আন্তর্জাতিক আদালতের গতকাল দেওয়া রায়ে দাবি করা হয়েছে, দক্ষিণ চিন সাগরের জলপথে চিনের কোনও ঐতিহাসিক অধিকার নেই। ফিলিপাইনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দেওয়া এই রায় ম্যানিলার পক্ষে গেছে। রায়ে আরও বলা হয়েছে, তাইওয়ানের নিয়ন্ত্রিত স্পার্টলি দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ তাইপিং আইনগত দিক থেকে একটি বৃহত্তর প্রস্তর খণ্ড মাত্র। তাই এটি তাইওয়ানের ঘোষিত অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়ে না। এ দ্বীপের চারপাশের জলসীমার ওপর তাইওয়ানের দাবিও এই রায়ে নাকচ হয়ে গেছে। অবশ্য হেগের আদালতের রায় প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার এদিকে, তাইপিং দ্বীপের উদ্দেশ্যে পাঠানোর আগে যুদ্ধজাহাজের ডেকে সেনাদলকে পরিদর্শন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। সেনাদেরকে তিনি বলেন, তাইওয়ান নিজ ভৌগোলিক অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। আন্তর্জাতিক আদালতের রায়ে দক্ষিণ চিন সাগরে তার দেশের অধিকারকে মারাত্মকভাবে বিপদজ্জনক করে তুলেছে বলেও এ সময়ে দাবি করেন তিনি © kolkata24x7

No comments: