Friday, 15 July 2016

যুদ্ধক্ষেত্রের পরিত্যাক্ত অস্ত্র সরাতে ৫০০ বছর লাগবেঃ-

ুযুদ্ধক্ষেত্রের পরিত্যাক্ত অস্ত্র সরাতে ৫০০ বছর লাগবেঃ-
উত্তর ফ্রান্সের সাম যুদ্ধক্ষেত্রে ১৯১৬ সালের ১ জুলাই সূত্রপাত হয়েছিলপ্রথম বিশ্বযুদ্ধের। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক ও অস্ত্র সরিয়ে জায়গাটিকে নিরাপদ করতে আরো অন্তত পাঁচশো বছর লাগবে বলে জানিয়েছে বোমা নিস্ক্রিয়করণ বিশেষজ্ঞরা এই কথা জানান তারা। চলতি বছর ওই অঞ্চল থেকে এখন পর্যন্ত ২৫টন যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।ওই জার্মান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল ব্রিটেন ও ফ্রান্সের সম্মিলিতবাহিনী।যুদ্ধের প্রথম দিনেই অন্তত ৬০ হাজার সৈন্য নিহত হয়েছিল। জায়গাটি ইতিহাসে সাম যুদ্ধক্ষেত্র হিসেবে খ্যাত । সব মিলে এই যুদ্ধক্ষেত্রের হতাহতের সংখ্যা দশ লাখের বেশি, যা মানব ইতিহাসে ভয়াবহতমযুদ্ধগুলোর একটি।প্রথম বিশ্বযুদ্ধের শত বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে আজ শুক্রবার উত্তর ফ্রান্সের সাম অঞ্চলে উপস্থিত হয়েছিলেন ব্রিটিশ যুবরাজ চার্লস, ওয়েলসেরযুবরাজ হ্যারিসহ ব্রিটেন ও ফ্রান্সের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘটনার স্মরণে সকাল ৭ টা ২৮ মিনিটে দেশব্যাপী দুই মিনিট নিরবতা পালন করা হয়।যুদ্ধের সময় অঞ্চলটিতে উভয় পক্ষই ব্যাপক গোলাবারুদ মজুদ করেছিল। ব্যবহৃত ও অব্যাবহৃত এসব গোলাবারুদ এখনো রয়েছে ওই অঞ্চলের মাটির নিচে। কৃষকরা মাটি খুড়ে চাষ করতে গেলে প্রায়ই বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম উঠে আসতো। বোমার বিস্ফোরণে দুর্ঘটনাও ঘটতো প্রায়ই।চলতি বছরের শুরুতে এসব অস্ত্র সরিয়ে এলাকাটিকে নিরাপদ করার কাজ শুরু হয়। সাম যুদ্ধক্ষেত্রে কর্মরত বোমা নিস্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলের প্রধান মিচেল কলিং বলেন, ‘চলতি বছরের শুরুতে এখন পর্যন্ত আমরা ২৫ টন বোমা নিস্ক্রিয় করেছি। এই গতিতে কাজ করলে এলাকাটিকে বিপদমুক্ত করতে আরো অন্তত ৫০০ বছর লাগবে’।কলিং বলেন, ‘এখানে সব ধরনের যুদ্ধ সরঞ্জাম পেয়েছি আমরা। সবচেয়ে বড় বোমাটির ওজন ৮০০ কেজি। আর সবচেয়ে ছোট বোমার মধ্যে রয়েছে গ্রেনেড’।

No comments: