|¤| বর্তমান আধুনিক যুদ্ধে ,ইলকট্রনিক্স ওয়ারফেয়ারের গূরুত্ব বেড়ে গেছে।এই সুক্ষ্ম ইলেকট্রনিক্স যুদ্ধে ,অনেক বড় বড় মেশিন কেও পরাস্ত হতে দেখা গেছে ,তাই এই সময় এর কোনো বিকল্পই নেই ।নব্বইয়ের দশকে ,যখন ভারত নিউক টেস্ট করে ,তখন সারা পৃথিবী থেকে এক গাদা অবোরোধ চাপে ,ভারতের কাধে ।সেই সময় কোনও বিদেশী রাস্ট্রের ভালো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার (EW) সিস্টেম ভারতের পাওয়া প্রায় অসম্ভব হয়ে পরে ,তাই তখন ভারত নিজেদের এক আধুনিক EW সিস্টেম বানাতে প্রস্তুত হয় ,যার নাম সংযুক্তা ,এটি 2009 থেকেই আর্মি তে ,ব্যাপক জনপ্রিয় ভাবে এক্টিভ আছে এবং বর্তমানে ভারতীয় আর্মি হিউজ সংখ্যাক সংযুক্তা EW সিস্টেম ইউজ করে আসছে।
------- সংযুক্তা EW কে তৈরী করেছে ,দেশের সরকারী এবং বেসরকারী চল্লিশ টির ওপর সংস্থা, এদের মধ্য DRDO,BEL ,TATA প্রভৃতি উল্লেখ যোগ্য ।145 টি মোবাইল গ্রাউন্ড ভেহিকেল নিয়ে একটি সিস্টেম তৈরী হয় ।এদের প্রধান কাজ হল ,শত্রুর কমিউনিকেশন এবং নন কমিউনিকেশন ,হাই ফ্রিকোয়েন্সি তরঙ্গ গুলি জ্যাম করে দেওয়া ,বা তাকে হ্যাক করা ।এটি গ্রাউন্ড বা এয়ার বোর্ন যে কোনও সার্বিলেন্স সিগনাল,ভয়েস এবং রাডার সিগন্যাল কে জ্যাম করতে পারে।এটি 150 km X 70 km এরিয়া মধ্য এবং 1.5 -40 GHz এর ফ্রীকোয়েন্সিকে তত্ক্ষনাত ক্যাচ করে ,তার সার্বিল্যান্স ,এনালাইসিস,ইন্টারসেপশ ,তরঙ্গ যে স্থান হতে নির্গত হচ্ছে তার আকার,কেথায় আছে এবং তাকে বিনস্ট করা ,,,সব কিছু করতে পারে,নিজে জ্যাম না হয়েই।এই সংযুক্তা EW এর মাস্টার মাইন্ড , ভি কে আত্রে এটিকে ভারতের বেস্ট ইলেকট্রনিক্স কাউন্টারমেজার সিস্টেম বলেছেন।

No comments:
Post a Comment