Sunday, 3 July 2016

ঢাকায় জঙ্গি হামলার জের। নিরাপত্তা আঁটসাঁট করা হল কলকাতার।

ঢাকায় জঙ্গি হামলার জের। নিরাপত্তা আঁটসাঁট করা হল কলকাতার। নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে শহরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের অফিস চত্বরেও। শুধু বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের অফিস নয়, নিরাপত্তা বাড়ানো হয়েছে শহরের সবকটি হাইকমিশনেও। কমিশনের বাইরে এবং ভিতরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। একই সঙ্গে রাজ্যের যে সমস্ত এলাকায় বাংলাদেশের দফতর কিংবা কার্যালয় রয়েছে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। যে কোনও ধরণের হামলার আশঙ্কা থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। অন্যদিকে শুধু বাংলাদেশ হাইকমিশনের অফিসই নয়, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে কলকাতাতেও। শহরের ঢোকা-বেরনো প্রত্যেকটি রাস্তার মোড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পরীক্ষা করে দেখা হচ্ছে প্রত্যেকটি গাড়ি। অন্যদিকে, শহরের বড়বড় শপিং মল, মন্দির, সরকারি ভবন এবং হোটেলের নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে, মেট্রো স্টেশন সহ বিভিন্ন রেল স্টেশনগুলিতে। বাড়তি সিআইএসএফ মোতায়েন হয়েছে কলকাতা বিমানবন্দরেও। যদিও ইস্তানবুলের এয়ারপোর্টে জঙ্গি হামলার পর থেকেই গোটা দেশের সঙ্গে কলকাতাতেও বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। সেই ব্যবস্থাই আপাতত কার্যকর রয়েছে। সূত্র :Kolkata 24 * 7

No comments: