★আপনি কি জানেন..?★
.
.
পৃথিবীর সকল দেশের সেনাবাহিনী বিভিন্ন প্রকারের অত্যাধুনিক সমরাস্ত্র যুদ্ধে ব্যবহার করে থাকে কিন্তু সকল দেশের স্থল সেনা বাহিনীর শক্তি প্রতীক আজও হলো মেইন ব্যাটেল ট্যাঙ্ক। তবে লক্ষ্য করে দেখবেন বিভিন্ন সামরিক স্থাপনা, মিউজিয়াম, সরকারী ভবন অথবা সামরিক অনুস্টানে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ট্যাঙ্ক সাধারণ দর্শক দের দেখার জন্য রাখা থাকে। ভাল করে লক্ষ্য করলে দেখবেন - কখনো কখনো ট্যাঙ্গের ব্যারেল (যেখান থেকে যুদ্ধের সময় ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়) সেটি উচু করা থাকে, আবার কখনো কোন ট্যাঙ্কের একদম নিচু করা থাকে, আবার কিছুকিছু ট্যাঙ্কে স্বাভাবিক অবস্থায় রাখা হয়। এইরকম কেন করা হয় কখনো ভেবে দেখেছেন কি?? আসুন কারন টা একটু জেনে নি :
.
১. যখন কোন প্রদর্শনী তে কোন ট্যাঙ্কের ব্যারেল আকাশের দিকে উচু করে রাখা থাকে তার অর্থ হলো, সেই ট্যাঙ্ক টি যুদ্ধে অংশগ্রহণ করেছিল ও সেই যুদ্ধে জয় লাভ করেছিল কিন্তু বর্তমানে আর সার্ভিসে নেই।
.
২. যখন কোন ট্যাঙ্কের ব্যারেল মাটির দিকে নিচু করে রাখা থাকে তার অর্থ হলো, সেই ট্যাঙ্ক টি যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু পরাজিত হয়েছে অথবা শত্রুর দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে।
.
৩. যখন কোন ট্যাঙ্কের ব্যারেল স্বাভাবিক অবস্থাতে থাকে এর অর্থ হলো, সেটি শান্তিকালে ব্যবহার করা হচ্ছে বা সেটি শুধুমাত্র প্রদর্শিত করার জন্য বানানো একটি রেপ্লিকা বা মডেল।
No comments:
Post a Comment