Saturday, 23 July 2016

Amur Class Submarine

                                                  ★★★ Amur Class Submarine ★★★
. Project 950 or 1650 Amur Class হচ্ছে রাশান নুতুন Lada Class এর এক্সপোর্ট ভার্সন যা মূলত Kilo Class এর ইম্প্রুভ মর্ডানাইজড স্টিলথ ভার্সন। লাডা ক্লাস এর এক্সপোর্ট ভার্সন বলা হলেও এটি লাডা ক্লাস এর তুলনায় প্রায় অর্ধেকঅর্থাৎ আকারে ছোট ও তুলনামূলক কম ক্ষমতা সম্পন্ন। ডিজেল ইলেক্ট্রিক ৪র্থ প্রজন্মের এই স্টিলথ আমুর ক্লাস কে একুউস্টিক স্টিলথ, নুতুন ওয়েপন্স সিস্টেমস ও এয়ার ইন্ডিপেনডেন্ট প্রপুলশান বা AIP এর মত অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ করে ডিজাইন করা হয়েছে। . এই আমুর ক্লাস এর দুইটি ভার্সন রয়েছে যার ভেতর আমুর-১৬৫০ হচ্ছে আকারে বৃহৎ ও বড় ধরনের মিশনের জন্য ডিজাইন করা এবং আমুর-৯৫০ হচ্ছে তুলনামূলক একটু ছোট, উভয় ক্লাস সাবমেরিন ই VLS মিসাইল সিস্টেম সমৃদ্ধ যা ভিন্নভিন্ন টারগেটে হিট করতে সক্ষম। এছাড়াও যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এতে রাখা হবে লেটেস্ট ইলেক্ট্রনিক ওয়্যারফেয়ার ইকুইপমেন্ট। আমুর ক্লাস এর সোনার সিগ্নেচার পুড়নো কিলো ক্লাস এর সাব গুলোর তুলনায় কয়েক গুন কম এবং আকারে ছোট হবার ফলে একে ডিটেক্ট করা অত্যন্ত কঠিন। এছাড়া AIP সিস্টেমস থাকার ফলে আমুর ক্লাস অন্য ডিজেল ইলেক্ট্রিক সাবমেরিন এর তুলনায় অধিক বেশি সময় পানির গভীরে থাকতে সক্ষম। . ♦♦♦আমুর ক্লাস এর সার্ফেসড ডিসপ্লেসমেন্ট হবে ৯৭০ টন, দৈর্ঘ্য ৫৮.৮ মিটার, বীম-৫.৬৫ মিটার এবং এর টেস্ট ডেপথ ২৫০ মিটার। এর গতিবেগ ২০ নট এবং এর রেঞ্জ ৫৬০০ কিঃমিঃ, AIP সিস্টেম ব্যবহার করে সাবমার্জড অবস্থায় ৫৬০ কিঃমিঃ পাড়ি দিতে সক্ষম এই সাব। আমুর ক্লাস একবার রসদ নিয়ে সাগরে ৪৫ দিন মিশন পরিচালনা করতে সক্ষম। অস্ত্রসম্ভারে রয়েছে ৪ টি ৫৩৩ মি.মি. টর্পেডো টিউব এর জন্য ১৬ টি টর্পেডো এবং ১০ টি VLSs System,, এই সেল গুলোতে থাকবে সাবমেরিন লাঞ্চড এন্টিশীপ-মিসাইলও ক্রুস মিসাইলস [পি-৮০০ ওনিক্স বা ব্রাম্মস এর সাবমেরিন লাঞ্চড ভার্সন]। . . মূলত চীন ও ভারত কে টার্গেট করে এর ডিজাই করা হলেও উভয় রাষ্ট্র এই সাবমেরিন ক্রয় করেনাই। ধারনা করা হয় আকারে ছোট এবং সাগরের কম গভীরতায় যেতে সক্ষম হবার ফলে রাশিয়া এই সাবমেরিনের এক্সপোর্ট কাস্টমার পাচ্ছে না। তবে আশার কথা এই যে সম্প্রতি রয়েল মরক্কো নৌবাহিনীর জন্য আমুর ক্লাস এর সাবমেরিন ক্রয়ের আলোচনা শুরু হয়েছে রাশিয়া ও মরক্কোর ভেতর। . ‪#‎ Price‬:- Only $500+- Million Dollar

No comments: