Wednesday, 13 July 2016

Indian Commando

¤¤¤ দেশের অন্যান কামান্ডো দের তুলনায় ,এদের জন্ম খুব আগে নয় , ২০০৪ সালে এদের গঠন হয়।তবে নব্য প্রতিস্ঠিত এই স্পেশাল ফোর্সের বেসিক ট্রেনিং হয় সবচেয়ে বেশি সময় ধরে ,পুরো ৭২ সপ্তাহ ।বেসিক এবং কমান্ডো ট্রেনিং পার করে ,পুরো তিন তিনটি বছর পর ,এরা এদের কমান্ডো হওয়ার স্বীকৃতি পায় ।এরা মূলত NSG , PARA এবং SFF দের থেকে ট্রেনিং পেয়ে থাকে ।এদের এখনও তেমন ভাবে অপারেশনে জড়াতে হয় নি ।দেশের মধ্য বা দেশের বাইরে কোনও অপারেশনে সরকারের প্রথম পছন্দ NSG বা MARCOS বা PARA SF রাই হয় ।তবে এই নতুন কমান্ডোরা পাঠানকোট হামলায় দারুন কাজ করে ,অত বড় এরিয়া হওয়া সত্বেও জঙ্গীরা ,এয়ারবেসের মেইন কোর অংশে ঢুকতেই পারেনি ,এদের জন্য ।এরা হল ,ভারতীয় বায়ু সেনার এলিট কমান্ডো ফোর্স গাড়ুদ

No comments: