Friday, 15 July 2016

FGM 148 Javelin Missile

★★FGM 148 Javelin Missile★★
. FGM-148 Javelin হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরী ট্যাংক বিধ্বংসী মিসাইল। এটি খুব সহজেই কাধে বহন করা যায়। এটিকে যদি পৃথিবীর সেরা Anti tank মিসাইল বলেন, তাহলেও ভুল হবে না। FGM-148 Javelin ১৯৯৬ সালে মার্কিন সেনাবাহীনিতে সার্ভিসে আসে। এখন পর্যন্ত এই মডেলের ৪০,০০০ হাজার মিসাইল তৈরী করা হয়েছে। যা শুধু আমেরিকার সেনাবাহীনিই ব্যবহার করে। FGM-148 Javelin এর ওজন হচ্ছে ২২.৩ কেজি, এবং দৈর্ঘ্য ১.১ মিটার। এটির Launch tube এর দৈর্ঘ্য হচ্ছে ১.২ মিটার। FGM-148 Javelin একসাথে ৮.৪ কেজি Warhead বহন করতে পারে। এটির প্রতি ইউনিটের মূল্য হচ্ছে ২,৪৬,০০০ হাজার মার্কিন ডলার। উল্লেখ্য, ২০০৩ সালের ইরাক যুদ্ধে এই মিসাইল গুলোর ব্যবহার লক্ষ করা যায়।

No comments: