বর্তমানে রাশান সামরিক বাহিনীর অন্যতম অ্যান্টি আর্মার অ্যাটাক হেলিকপ্টার হচ্ছে এমআই-২৮। অ্যান্টি আর্মার হেলিকপ্টার হওয়ায় এটি স্বভাবতই অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ব্যবহার করে এবং এদের ব্যবহৃত প্রধান অ্যান্টি ট্যাংক মিসাইল হচ্ছে ৯এম১২০। এই ৯এম১২০ মিসাইলগুলো মূলত রেডিও কমান্ড গাইডেড মিসাইল এবং মিসাইলকে গাইড করার জন্য এই সিস্টেমটি হেলিকপ্টারের নাকে অবস্থিত একটি কন্টেইনারে থাকে। কিন্তু যদি এই ছবিটি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই হেলিকপ্টারটির নাকে সাধারণ এমআই-২৮ এর মত কোন কন্টেইনার নেই যা একটি অত্যন্ত অদ্ভুত বিষয়.....

No comments:
Post a Comment