Friday, 15 July 2016

অনেক ব্যাক্তিই রয়েছেন যারা বোল্ট অ্যাকশন রাইফেল সমূহকে মোটামুটি বাতিল অস্ত্র হিসেবেই গণ্য করেন।

আমাদের মাঝে এমন অনেক ব্যাক্তিই রয়েছেন যারা বোল্ট অ্যাকশন রাইফেল সমূহকে মোটামুটি বাতিল অস্ত্র হিসেবেই গণ্য করেন। তাদের মতে অটোমেটিক অস্ত্রের এই যুগে বোল্ট অ্যাকশন রাইফেলগুলো শুধুমাত্র মিউজিয়ামের শোভাবর্ধক হিসেবেই বেশি মানানসই। কিন্তু বাস্তবে কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভূল। অটোমেটিক কিংবা সেমি-অটোমেটিক রাইফেল দ্রুততার সাথে এবং কোন শারীরিক পরিশ্রম ছাড়াই গুলি করতে সক্ষম হলেও তারা কিন্তু খুব একটা নিঁখুতভাবে লক্ষ্যে আঘাত করতে পারে না কারণ তাদের অভ্যন্তরে যন্ত্রাংশের নড়াচড়ার ফলে কম্পনের সৃষ্টি হয় এবং লংরেঞ্জের ক্ষেত্রে একটু কম্পনও গুলিকে ব্যাপকভাবে লক্ষ্যচুত করতে পারে। বোল্ট অ্যাকশন রাইফেলের অভ্যন্তরে এধরণের কোন কম্পন না হওয়ায় বোল্ট অ্যাকশন রাইফেলগুলো দ্বারা নিঁখুতভাবে লক্ষ্যভেদ করা সম্ভব হয়। এই কারণেই বেশিরভাগ স্নাইপার রাইফেল বোল্ট অ্যাকশন হয়ে থাকে এবং অনেকেই আরও অর্ধশতাব্দী আগে থেকে এটিকে বাতিল মনে করলেও পরবর্তী শতাব্দীতেও যে বোল্ট অ্যাকশন রাইফেল সমূহ সবচেয়ে আধুনিক সেনাবাহিনীতেও নিরলস ভাবে কাজ করে যাবে তাতে কোন সন্দেহ নেই.....

No comments: