Friday, 15 July 2016

গিলগিট-বাল্টি স্থানের একটি কলেজ গ্রাইন্ডের মাঠে ভেঙ্গে পড়লো পাকিস্থানী সেনাবাহিনীর ব্যবহৃত একটি Huges OH-7 হেলিকাপ্টার।

‪#ব্রেকিং_নিউজ‬: . গিলগিট-বাল্টি স্থানের একটি কলেজ গ্রাইন্ডের মাঠে ভেঙ্গে পড়লো পাকিস্থানী সেনাবাহিনীর ব্যবহৃত একটি Huges OH-7 হেলিকাপ্টার। এই দুর্ঘটনায় হেলিকাপ্টারের পাইলট আহত হয়েছেন। এই বছরের ফেব্রুয়ারি তেও একটি পাকিস্থানী আর্মি এভিয়েশানের হেলিকাপ্টার তারবিলা ড্যামের আছে দুর্ঘটনাগ্রস্ত হয় ফলে একজন সিনিয়ার মিলিটারি অফিসার নিহত ও দুইজন সামরিক কর্মী আহত হয়েছিলেন।

No comments: