#ব্রেকিং_নিউজ:
. আফগানিস্থানের নর্থইস্ট বাদাকাসন প্রদেশে আফগান বিমানবাহিনীর হামলায় প্রায় ৫০জন পাক মদতপুষ্ট তালিবানি জঙ্গি নিহত ও ১২জন জঙ্গি আঘাত হয়েছে। এছাড়াও গাজনি প্রদেশে অপর একটি বিমান হামলায় আফগান বিমানবাহিনী ১২ জন তালিবান কে হত্যা করতে সক্ষম হয়েছে। প্রসংগত,এই দুটি প্রদেশে এখনো তালিবানের যথেষ্ট প্রভাব আছে। সম্প্রতি, তালিবানী হামলায় কাবুলে একটি ভয়াবহ হামলার বদলা সরুপ আফগান সেনারা বড়সড় জঙ্গি দমন অভিযান শুরু করেছে।
. আফগানিস্থানের নর্থইস্ট বাদাকাসন প্রদেশে আফগান বিমানবাহিনীর হামলায় প্রায় ৫০জন পাক মদতপুষ্ট তালিবানি জঙ্গি নিহত ও ১২জন জঙ্গি আঘাত হয়েছে। এছাড়াও গাজনি প্রদেশে অপর একটি বিমান হামলায় আফগান বিমানবাহিনী ১২ জন তালিবান কে হত্যা করতে সক্ষম হয়েছে। প্রসংগত,এই দুটি প্রদেশে এখনো তালিবানের যথেষ্ট প্রভাব আছে। সম্প্রতি, তালিবানী হামলায় কাবুলে একটি ভয়াবহ হামলার বদলা সরুপ আফগান সেনারা বড়সড় জঙ্গি দমন অভিযান শুরু করেছে।

No comments:
Post a Comment