Friday, 1 July 2016

গুপ্তসংঘ :: The nine unknown men

¤¤¤ গুপ্তসংঘ :: The nine unknown men ¤¤¤ §§§ ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে মহানতম সম্রাট হলেন , সম্রাট অশোক দি গ্রেট ।তার পূর্বপুরুষের রক্তের জোরে ,আর নিজের শক্তিতে ,তিনি এক বিশাল ভারতবর্ষ এর রচনা করেন ,যার পরীসামা উত্তরে পামীর গ্রন্থী থেকে ,পশ্চিমে ইরান,পূর্বে আসাম এবং পুরো দাক্ষিনাত্য নিয়ে তার বিশাল সাম্রাজ্য ।তার পিতামহ ,মৌর্য সাম্রাজ্যর প্রতিস্ঠাতা চন্দ্রগুপ্ত এবং তার প্রধান পরার্মশদাতা মহাজ্ঞানি চানক্য এক শক্তিশালী মৌর্য সাম্রাজ্য গঠন করেন ,অশোক তা পরিসমাপ্তি করে কলিঙ্গরাজ্য জয় করে তবে এই কলিঙ্গ জয়ই ,তার জীবনে এমন এক পরিবর্তন আনে ,যাতে অশোক অশোকে পরিনত হয়।কলিঙ্গ যুদ্ধে ,শক্তিশালী মৌর্যবাহীনির হাতে ,কলিঙ্গ পরাজিত হয় ,প্রায় একলক্ষ কলিঙ্গান নিহত হয় ,যখন সেই মৃতদেহ গুলির শেষকৃত্য জন্য দয়া নদীর পারে লাইন ধরে চিতা সাজানো হয় ,তা দেখে অশোকের নিজের ওপর ঘৃনা হয় ,এ সে কি করেছে ? সে ধর্মান্তরিত হয়ে বৌদ্ধধর্ম গ্রহন করে ,এবং আগামী জীবন মানব কল্যানের জন্য নিজেকে বিলিয়ে দেয় । -------- অশোক পুরো চেঞ্জ হয়ে যায় ,উনি মানব কল্যানের জন্য এমন কিছু বাছাই করা বিষয় কে তুলে নেন ,যেগুলি শুধুই মানব জীবনের জন্য উত্সর্গিত হবে ।আর এই কাজে তিনি তার বিশাল সাম্রাজ্য থেকে বেছে নেন ,সেই নয় জন মহাজ্ঞানি মানুষ কে ,যারা উক্ত নয়টি বিষয়ের ওপর গবেষনা করে একটি করে বই লিখবে ।উক্ত পন্ডিতরা কে বা কারা,তাদের পরিচয় কি ,তা অশোক ছাড়া দ্বিতীয় জন জানত না ।এমন কি সেই নয় জন পন্ডিত ,এর একজন অন্য আটজনকে চিনত না ,বা চেনার উপায় ছিল না।এভাবে অশোকের নির্দেশে তারা উক্ত নয়টি বিষয়ে এমন নয়টি বই লেখে ,যা পৃথিবীর বিজ্ঞানের জন্য সৃস্টি ,তবে তা যদি কোন ভুল লোকের হাতে পরে ,তবে সেই সব বইএর সূত্রাবলী এবং বিভিন্ন উপায় দিয়ে মূহুর্তে মানব সভ্যতার ধংস হয়ে যাবে। ------- দুই হাজার দুই শত বছর আগে ,গড়ে ওঠে ,ঐ নয় জন জ্ঞানি মানুষকে নিয়ে ,পৃথিবীর প্রাচীনতম গুপ্ত সম্প্রদায় এবং এদের প্রত্যাকে সাধারন ভাবে মানুষের সাথে মিশত যাতে ,তাদের কেউ আলাদা করে চিনতে না পারত ,তাদের গবেষনার ঐ নোটস গুলি রক্ষা করার জন্যও বিশেষ টিম বানিয়ে ছিল অশোক ,যাতে যদি কোনদিন ,ঐ নোটস বা বই গুলি ,কোন ভুল হাতে পরে ,তার রক্ষা করা প্রয়োজনে ধংস করা।আপনি জেনে অবাক হবেন ২২০০ বছরের পুরোনো এই সংঘ আজও রয়েছে অত্যন্ত গোপনীয় ,সেই নয় জন পন্ডিত ,তাদের কার্জকাল শেষ করে ,নিজেরা আরও নয়জন উত্তরসুরি বেছে নিতেন ,এভাবে আজও চলছে এই সংঘের গবেষনা ,আর তাদের রক্ষাকর্তারাও একই ভাবে তাদের রক্ষা করে যাচ্ছে ।

No comments: