Sunday, 24 July 2016

আন্তর্জাতিক চাপের মুখে পিছু হটল চিন

আন্তর্জাতিক চাপের মুখে পিছু হটল চিন. অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পরে পিছু হটতে বাধ্য হল চিন। দক্ষিণ চিন সাগর থেকে নিজেদের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরিয়ে নিল বেজিং। দক্ষিণ চিন সাগরের বিতর্কিত অংশ নিজেদের বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল লাল চিন। এই নিয়ে ওই এলাকার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে চিনের বিরোধ লেগেই ছিল। ২০১৩ সালে ফিলিপাইন্স আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চিনের বিরুদ্ধে অভিযোগ জানায়। সম্প্রতি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চিনের বিরুদ্ধে রায় শোনায়। সেই রায়ে বলা হয়েছিল, দক্ষিণ চিন সাগরের উপরে একা কর্তৃত্ব করার কোনও অধিকার চিনের নেই। যদিও চিন এই মামলায় অংশগ্রহণ করতে অস্বীকার করে। বেজিং-এর যুক্তি ছিল, এই বিষয়ে নির্দেশ দেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নেই। আইনের নির্দেশ প্রথমে চিন না মানলেও পরে কিছুটা অবস্থান থেকে সরে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র চিনের বিরুদ্ধে গলা ফাটালে আমেরিকাকেও কড়া হুঁশিয়ারি দেয় বেজিং। নিজেদের স্বার্থে আমেরিকা দক্ষিণ চিন সাগরের বিষয়ে নাক গলালে ফল মারাত্মক হবে বলে জানায় চিনা সরকার। এদিনের রায়ের পরে চিন জানিয়েছে, এই রায় তারা মানবে না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই মামলার রায় দেওয়ার অধিকার নিয়েও প্রশ্ন তুলেছিল বেজিং। এয়ারবাস ডিফেন্স এবং বিভিন্ন উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে যে দক্ষিণ চিন সাগরে চিনের এইচকিউ-৯ মিসাইল উধাও। হং কং-এর বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। দক্ষিণ চিন সাগর ব্যাবসায়িক দিক থেকেও ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। সেখানে বেজিং-এর ক্ষমতা খর্ব হওয়ায় স্বভাবতই খুশি দিল্লি।© kolkata24x7

No comments: