Friday, 1 July 2016

আপনি কি জানেন?

আপনি কি জানেন? . চীনের কবল থেকে তিব্বত কে আলাদা করতে দলাই-লামা যখন আন্দোলন চালাচ্ছিল তখন দলাইলামা ভারতের প্রধানমন্ত্রী নেহেরুর কাছে সামরিক সহায়তা চায় গোপনে। এবং তিনি জানান তিব্বত ভারতে যুক্ত হতে চায়। নেতাজি সুভাষ চন্দ্রের আত্মজীবনী “আমি সুভাষ বলছি” থেকে জানা যায় সেই একই সময় মার্কিন যুক্তরাষ্ট্র জানায় “চীন যদি অরুনাচল থেকে সেনা না সরায় তাহলে ভারতও যেন তিব্বত সেনা ও বিমান অভিযান চালাতে ভয় না পায়” কিন্তু নেহেরুর ‘হিন্দ-চিনি ভাই-ভাই’ তা আর হতে দেয় নি। . আজ চীন প্রায় অধিকাংশ সামরিক অস্ত্র পরীক্ষা তিব্বতে চালায় এবং ভারতের দিকে তাক করে রাখা সমস্ত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও প্রায় সমস্ত বিমান ঘাটি তিব্বতে। আজ তিব্বত ভারতের থাকলে ও নেতাজি দেশের প্রধানমন্ত্রী হলে “অখন্ড ভারতের” থেকে বেশি কিছু আমরা পেতাম। ( ছবিতে লাল অংশ টুকু চীনের আসল ভূমি বাকি টা অধিকৃত। এখন তাদের নজরে দঃ চীন সাগর ও অরুণাচলপ্রদেশ)

No comments: