Wednesday, 13 July 2016

রাশিয়ান নুতুন ডেস্ট্রয়ার প্রজেক্ট, The Leader-Class Destroyer

★★★ রাশিয়ান নুতুন ডেস্ট্রয়ার প্রজেক্ট, The Leader-Class Destroyerআসলে নিউক্লিয়ার পাওয়ার্ড লিডার ক্লাস ডেস্ট্রয়ার কে ডেস্ট্রয়ার বললে ক্রুজার ও লজ্জা পাবে কেননা এটা আকার ও শক্তিমত্তার দিক দিয়ে যে কোন ক্রুজার কে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে। আসলে রাশান রা একটু অদ্ভুত রকমের তাদের কাছে বড় কিছুও ছোট লাগে মনে হয় আর হয়তো তাই আধুনিক ফ্রিগেট সমকক্ষ যুদ্ধজাহাজ কে কর্ভেট, ডেস্ট্রয়ার সমকক্ষ জাহাজ কে ফ্রিগেট বলে অভিহিত করে,,, আর এবার ক্রুজার কে ডেস্ট্রয়ার নাম দিচ্ছেসেই সোভিয়েত আমল থেকে বৃহৎ সব সামরিক জিনিশপত্র তৈরিতে বেশ গৌরবময় ইতিহাস রয়েছে সোভিয়েত ব্লকের,,, সবচাইতে বৃহৎ সাবমেরিন, এয়ারক্রাফট, যুদ্ধজাহাজ সব ই তাদেরই তৈরি যা এখন অব্দি রেকর্ড। . . বার্তাসংস্থা 'স্পুতনিক' জানায় Leader Class এর ডিসপ্লেসমেন্ট হবে ১৭,৫০০ টন, এবং এর দৈর্ঘ্য ২০০ মিটার ও বীম ২০ মিটার। সর্বচ্চ গতি হবে ৩২ নট ও এই জাহাজ পরিচালনায় ৩০০ জন অফিসার ও ক্রু নিযুক্ত থাকবে। এই লিডার ক্লাস হবে পৃথিবীর আরেক ভাসমান অস্ত্রভাণ্ডার এর রেকর্ড। Leader Class Destroyer এর বিশাল অস্ত্রভাণ্ডারে থাকবে.... . ♦১৬ টি সুপারসনিক এন্টি-শীপ গাইডেড মিসাইল। খুব সম্ভবত ব্রাম্মস-২ এর রাশান ভার্সন অথবা পি-৮০০ ওনিক্স। ♦৬০ টি Kalibr-NK এন্টি-শীপ ক্রুস মিসাইল ♦১২৮ টি S-500 এন্টি-এয়ারক্রাফট গাইডেড মিসাইল বা SAMযা ABM সক্ষম হবে। ♦এছাড়া ও অত্যাধুনিক টর্পেডো, নেভাল গান, হেভি-ক্যালিবার মেশিন গান, কিউস ও ইলেক্ট্রনিক ওয়্যারফেয়ার সুইট তো থাকছেই। লিডার ক্লাস ২ বা ২+ ASW Helicopter বহনে করবে। . . পারমাণবিক শক্তিচালিত এই লিডার ক্লাস এর রেঞ্জ আনলিমিটেড হলেও রসদ এর পরিমাপ হিসেব করলে এটি ৯০ দিন সাগরে মিশন পরিচালনা করতে পাড়বে। রাশান নৌবাহিনীর মতে ২০১৯ সালে লিডার ক্লাস এর নির্মান শুরু হবে এবং ২০২৫ সাল অব্দি মোট ১২ টি লিডার ক্লাস রাশান নেভিতে যুক্ত করার পরিকল্পনা তাদের রয়েছে। ★ অবাক করা আরো একটি ব্যাপার হলো ২০১৫ সালে জানা যায়, চীনের এই প্রজেক্ট যুক্ত হবার সম্ভবানার কথা অর্থাৎ রাশিয়া-চীন যৌথভাবে এই "লিডার ক্লাস ডেস্ট্রয়ার" প্রজেক্টে কাজ করতে পাড়ে [রাশিয়া চীন কে এই প্রজেক্টে আমন্ত্রণ জানিয়েছে] এবং রাশান উচ্চপদস্থ এক ব্যক্তি জানায় চীন যদি এই প্রজেক্টে যুক্ত হয় তবে যৌথভাবে চীন-রাশিয়া Nuclear-PoweredSystems এবং Naval Armaments তৈরি করবে এবং রাশিয়া প্রযুক্তি ও হস্তান্তর করবে চীন কে।

No comments: