Cold War Ramp
স্নায়ু যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই বিশেষ ধরনের এয়ার ফিল্ড। উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের যে কোন অাঘাতে পাল্টা অাঘাত হানা। এই এয়ার ফিল্ডে B-52 বম্বারগুলোকে২৪ ঘন্টা পারমানবিক অস্ত্র দ্বারা সজ্জিত রাখা হতো। যাতে করে খুব অল্প সময়ে অাক্রমন উপযোগি করা যায়। অামেরিকা এ ধরনের বেশ কয়েকটি এয়ার ফিল্ড তৈরি করে। ছবিতে দেখতে পাচ্ছেন B-52 বম্বারগুলোর একের পর এক টেইক অফ করত।

No comments:
Post a Comment