রাজ্যের আকাশে ওঠা কী? UFO নাকি!
ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন
লখনউ: রাজ্যের আকাশে ইউএফও! গত কয়েকদিন উত্তরপ্রদেশের মানুষের ফেসবুক, হোয়াটস অ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমনই তথ্য ক্রমশ ছড়িয়ে পড়ছে। শুধু ছড়িয়ে পড়া নয়, তথ্যের সাপেক্ষে একটি ছবিও শেয়ার করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে আকাশে একটি উড়ন্ত চাক্কির মতো যান ঘুরে বেড়াচ্ছে। আর তাতেই ইউএফও তথ্য আরও জোরদার হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে খোদ সরকারের কাছেও পৌঁছে গিয়েছে এই খবর। এমনকি, বেশ কয়েকজন সরকারি আধিকারিকের হোয়াটস অ্যাপেও সেই ছবি এবং তথ্য পৌঁছে গিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে তড়িঘড়ি ওই ছবি আদৌতে ইউএফও কিনা তা জানার জন্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরকে।
জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগে ফেসবুকে এক ব্যক্তি এই ‘উড়ন্ত চাকি’র ছবি আপলোড করেন। বলা হয়, রাজ্যের বিভিন্ন ঘর-বাড়ির ঠিক উপর দিয়ে উড়ে যাচ্ছে ইউএফও। পোস্টের সঙ্গে লেখা, এটি কাশগঞ্জ জেলার মানপুরের আকাশে দেখা গিয়েছিল। মোবাইলের ক্যামেরায় নাকি ছবিটি তোলা। ফেসবুকে পোস্ট করার পর দ্রুত এই ছবি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হোয়াটস অ্যাপ মারফত তা পৌঁছে যায় জেলা অফিসারের মোবাইলেও। রীতিমত ছবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আর তা বুঝেই তদন্তের নির্দেশ প্রশাসনের। এমনকি, যিনি এই ছবি আপলোড করেছেন তার খোঁজেও চলছে তল্লাশি।

No comments:
Post a Comment