Wednesday, 13 July 2016

ভারতীয় সেনাবাহিনী সমন্ধে কিছু জানা অজানা তথ্য

                                          ★ভারতীয় সেনাবাহিনী সমন্ধে কিছু জানা অজানা তথ্য★
. . ভারতীয় সেনাবাহিনী বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী। ভারতের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় প্রতিদিন ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিকরা তাদের অমুল্য জীবন দেশ মাতৃকার উদ্দেশ্যে উৎসর্গ করে চলেছে যাতে আমাদের মত সাধারণ ভারতীয় নাগরিকরা সুখে শান্তিতে নিজেদের জীবনযাপন করতে পারি, একটি স্বাধীনতা ও শক্তিশালী রাস্ট্রের মুক্ত বাতাসে প্রতিদিন শ্বাস নিতে পারি। দেশের জন্য আত্মসর্বস্ব ভারতীয় সেনাবাহিনীর কিছু জানা অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরছি : . ১. ভারতীয় সেনাবাহিনী আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহদ সেনাবাহিনী কিন্তু এই সেনাবাহিনী তে কাউকে জোড় করে অন্তর্ভুক্ত করা হয় না। ভারতীয় সেনাবাহিনী তে স্বেচ্ছায় ইচ্ছুক ভারতীয়রা অংশগ্রহণ করে। তাই ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর সবথেকে বড় ভলেন্টারী সেনাবাহিনী। . ২.ভারতীয় সেনাবাহিনী তে জাতি,ধর্ম, বর্নের ভিত্তিতে কাউকে নেওয়া হয় না ও জাতি,ধর্মের ভিত্তিতে এখানে কোন সংরক্ষনের ব্যবস্থা নেই। বীরত্ব ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি। . ৩. ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৫ প্রস্তুত করার পরে ভারত বর্ত্তমানে আমেরিকা, রাশিয়া,চীন ও ফ্রান্সের মত দেশের ইলিট ক্লাবে নিজের জায়গা করে নিয়েছে। . ৪. জঙ্গল ও পার্বত্য যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা সর্বজনীন। ভারতীয় সেনাবাহিনী "হাই এটিচুয়েট ওয়ারফেয়ার ইস্কুল" এর মত পৃথিবীর সবথেকে এলিট মিলিটারি ট্রেনিং সেন্টারের পরিচালনা করে থাকে যাতে আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের সেনাবাহিনীর সদস্যরা ট্রেনিং নিতে আসে। আফগানিস্থানের যুদ্ধের সময় মার্কিন যুক্তরাস্ট্রের স্পেশাল ফোর্স এই মিলিটারি একাডেমী থেকেই ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। . ৫. ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে প্রায় ৯৩০০০জন পাকিস্থানী সেনা পরাজয় স্বীকার করে ভারতীয় সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ করেছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবথেকে বড় সেনা আত্মসর্মপনের ঘটনা। এই যুদ্ধের ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ বীরত্বের ফল সরুপ পাকিস্থান দুই টুকরো হয়ে ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ নামক রাস্ট্রের গঠন হয়েছিল। . ৬. লঙ্গেয়ালার যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। ১৯৭১সালে এই যুদ্ধে মাত্র ১২০জন ভারতীয় সৈনিক ২০০০জন পাকিস্থানী সেনা, ৪৫টি ট্যাঙ্ক ও একটি মোবাইল ইউনিটের বিশাল সেনাবাহিনী কে হারিয়ে দিয়েছিল। ১২০ জন ভারতীয় সেনা সারা রাত ধরে যুদ্ধ করে নিজের জীবন ঊৎসর্গ করেছিল কিন্তু পাকিস্থানী সেনাবাহিনী কে ভারতের সীমান্ত অতিক্রম করতে দেয় নি। . ৭. ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনা যৌথভাবে পৃথিবীর সবথেকে বড় উদ্ধারকাজ "অপারেশন রাহত" পরিচালনা করেছিল। ২০১৩ সালে উত্তরাখন্ডের বন্যা দূর্গতদের মধ্যে ৩৮২৪০০ কেজি ত্রাণ সামগ্রীর বণ্টন ও ২০০০০জন নাগরিক কে নিরাপদ স্থানে উদ্ধার করে আনা হয়েছিল। . ৮. ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর সবথেকে উচু ব্রিজ নির্মান করার কৃতীত্ব অর্জন করেছে। ১৯৮২সালে লাদাখে ড্রাস ও সুরু নদীর মাধ্যে বিলি ব্রিজের নির্মান করে যা দুর্গম হিমালয়ের একপ্রান্ত কে অপর প্রান্তের সাথে সহজেই যুক্ত করেছে।

No comments: