Sunday, 3 July 2016

DEAD HAND

                                                 ★★★★★★ DEAD HAND ★★★★★★
. . USSR বা সোভিয়েত ইউনিয়ন এর গড়ে তোলা এক অত্যন্ত ভয়ংকর অটোমেটিক নিউক্লিয়ার মিসাইল ডেলিভারি সিস্টেমস্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত এবং আমেরিকা উভয়েই ভয়ে ভয়ে থাকতো যে কে কখন নিউক্লিয়ার মিসাইল ছুরে বসেতাই সোভিয়েত ইউনিয়ন এই স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তুলে . কন্সেপ্ট টা অনেকটা এমন যে "যদি আমেরিকা বা ন্যাটো বা অন্য শত্রু দেশ সোভিয়েত ইউনিয়ন এর উপর নিউক্লিয়ার স্ট্রাইক করে আর প্রথম স্ট্রাইকেই সোভিয়েত লিডার রা বা জেনারেল রা মারা যায় অর্থাৎ নিউক স্ট্রাইক এর অর্ডার দিবে এমন কেউ যদি বেচে না থাকে তবে এই সিস্টেম নিজে থেকেই তদারকি করে প্রয়োজনীয় ডাটা বিশ্লেষণ করে হামলাকারি দেশের উপর নিউক স্ট্রাইক শুরু করবেপ্রথমে এই "ডেড হ্যান্ড" ব্যবস্থাটি সোভিয়েত ইউনিয়ন এর নিউক্লিয়ার মিসাইল ডেলিভারি দেবার দায়িত্বে থাকা বা শীর্ষস্থানীয় নেতাদের সাথে স্বয়ংক্রিয় ভাবে যোগাযোগ এর চেষ্টা করবে আর যোগাযোগ না হলে এই ব্যবস্থার সাথে যুক্ত থাকা সেন্সর গুলো এক্টিভেট হবে ( যা তখন পুরো সোভিয়েতে ছড়িয়ে ছিটিয়ে ছিলো আর এখন রাশিয়ার বিভিন্ন অংশে আছে) এবং পরিবেশের উপর আলোর তীব্রতা, রেডিয়েশন এবং তাপমাত্রা পরিমাপ করবে এবং যদি এই সেন্সর বুঝিতে পাড়ে যে এগুলো স্বাভাবিক এর তুলনায় বেশি অর্থাৎ পারমানবিক হামলার কোন আলামত পায় আর কোন নেতা বেচে নেই বুঝতে পাড়ে তবে এটি স্বয়ংক্রিয় ভাবে সোভিয়েত ইউনিয়ন এর সক্রিয় থাকা সমস্ত ব্যলিস্টিক মিসাইল এক্টিভ করবে এবং হামলাকারী দেশের উপর প্রয়োজনমত নিউক স্ট্রাইক শুরু করবে। ফলাফলআর এই সমস্ত ব্যবস্থা সম্পাদন হতে একজন মানুষের ও দরকার পরবেনাঅর্থাৎ সোভিয়েত এর উপর হামলা যেই করুক না কেন তাকে নিজের ধ্বংস স্বীকার করেই হামলা করতে হবে। হয়তো এই কারনেই আজো কারো বুকের পাটা হয়নাই সোভিয়েত আক্রমণ করার বা বর্তমান রাশিয়া আক্রমণের . ★★★ মজার ব্যাপার হলো খুব জোরালো ভাবে বিশ্বাস করা হয় যে, বর্তমানে "রাশিয়ান ফেডারেশন" এই "ডেড-হ্যান্ড" ব্যবস্থা টি সক্রিয় রেখেছে পুড়ো রাশিয়া জুরে

No comments: