বর্তমান সময়ে সাধারণত কোন দেশের সামরিক ক্ষেত্রে পরাশক্তি হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল থাকা। কোন দেশের যতই শক্তিশালী সামরিক বাহিনী থাকুক না কেন সেই দেশের যদি ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল না থাকে তবে তাকে কখনই পরাশক্তির কাতারে ধরা হয় না। সে হিসেবে বিংশ শতাব্দীর অন্যতম সামরিক শক্তিধর দেশ জাপানকে বর্তমানে কোন ভাবেই পরাশক্তির কাতারে ফেলা যায় না কারণ তাদের নিউক্লিয়ার ওয়রহেড কিংবা আইসিবিএম কোনটাই নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে জাপানের এদুটি না থাকলেও তারা কিন্তু এসব থাকা কোন দেশের থেকেই পিছিয়ে নেই। জাপানের হাতে আইসিবিএম কিংবা নিউক্লিয়ার ওয়রহেড তৈরীর জন্য প্রয়োজনীয় উপকরণ বহু আগে থেকেই মজুদ রয়েছে। আর মহাশূন্যে প্রেরণের জন্য রকেট তৈরী করে তারা বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেছে। এখন অনেকেই বলতে পারেন উপগ্রহ প্রেরণের রকেট আর আইসিবিএম এ পার্থক্য আছে, কথাটি সত্যি হলেও জেনে রাখা ভালো পৃথিবীর প্রথম মহাকাশে গমনকারী, উপগ্রহ ও মানুষ বহনকারী যানগুলো কিন্তু ব্যালেস্টিক মিসাইলই ছিল.....

No comments:
Post a Comment