Wednesday, 13 July 2016

আমেরিকান Ticonderoga class

★★★ আমেরিকান Ticonderoga class ক্রুজার যুদ্ধজাহাজ হচ্ছে পৃথিবীর প্রথমশ্রেণীর বড় ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ গুলোর একটি। আমেরিকান নৌশক্তির একটা শক্ত ভিত বলা চলে এই ক্রুজার। তবে মজার বিষয় হলো স্নায়ুযুদ্ধের শুরুর দিকে একে কিন্তু ডিজাইন করা হয় ডেস্ট্রয়ার হিসেবেযথারীতি ইউএস নেভি মার্কিন কংগ্রেস এর কাছে Ticonderoga class কে PESA রাডার সমেত নুতুন ডেস্ট্রয়ার প্রজেক্ট হিসেবে প্রপোজড করে, কিন্তু ততদিনে আর্লে বুর্ক ক্লাস ডেস্ট্রয়ার তার যোগ্যতা প্রমাণ করেছে তাই মার্কিন কংগ্রেস এর কাছে নুতুন ডেস্ট্রয়ার অপ্রয়োজনীয় মনে হয় এবং তারা প্রজেক্টে রিজেক্ট করেকিন্তু এরপর ইউএস নেভি একটা চালাকি করে তারা নুতুন করে আবার প্রজেক্ট টি মার্কিন কংগ্রেসে প্রস্তাব করে তবে কিছুটা পরিবর্তন করে,, এবার Aegis Combat System & AN/SPY-1 সহ একে ডেস্ট্রয়ার নয় ‪#‎ ক্রুজার_যুদ্ধজা হাজ‬হিসেবেআর মার্কিন কংগ্রেস সদস্যরা পটে যায় এবং প্রজেক্ট অর্থায়নে তহবিল সরবারহ করেফলসরূপ ১৯৭৮ সালে প্রজেক্ট শুরু হয় এবং ১৯৮০-৯৪ সাল অব্দি মোট ২৭ টি Ticonderoga ক্লাস ক্রুজার যুদ্ধজাহাজ তৈরি হয় যার ভেতর ২২ টি সার্ভিসে রয়েছে বর্তমানে। . ♦♦♦গড়পড়তায় ৯,৮০০ টন ওজনের এই যুদ্ধজাহাজ টির দৈর্ঘ্য ১৭৩ মিটার, বীম ১৬.৮ মিটার ও ড্রাফট ১০.২ মিটার। ৪ টি General Electric LM2500 গ্যাস টারবাইন একে ৬০,০০০ কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি প্রদান করে যা একে বিভিন্ন কার্জ সম্পাদন সহ ৩২.৫ নট গতীতে চলতে সহায়তা করে। ৩৩ জন অফিসার সমেত মোট ৪০০ জন ক্র এর জন্য ব্যবস্থা রয়েছে জাহাজে। এতে সেন্সর ও প্রসেসিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে মার্কিন সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত Aegis Combat System and এবং AN/SPY-1 (বাকিটা না বল্লেও চলবে) এছাড়া ইলেক্ট্রনিক ওয়্যারফেয়ার এর জন্য রয়েছে Mark 36 SRBOC & AN/SLQ-25 Nixie ব্যবস্থা। . . ♠♠♠অস্ত্রব্যবস্থা সম্পর্কে বলতে গেলে বলা যায় এটি একটি ভাসমান অস্ত্রভাণ্ডারএতে রয়েছে.... ♦২ টি ৬১x২=১২২ সেল এর Mk 41 vertical launch systems যেই লাঞ্চার গুলোতে রয়েছে নিম্নক্ত মিসাইল সমূহ... RIM-66M-5 Standard SM-2MR Block IIIB RIM-156A SM-2ER Block IV RIM-161 SM-3 RIM-162A ESSM RIM-174A Standard ERAM BGM-109 Tomahawk RUM-139A VL-ASROC ♦এছাড়া রয়েছে ৮ টি RGM-84 Harpoon missiles ♦২ টি Mk 45 Mod2 5-in/54-cal lightweight gun. 2 ♦২ টি 25 mm Mk 38 gun ♦২-৪ টি × .50 cal (12.7 mm) gun ♦২ টি Phalanx CIWS Block 1B ♦২ টি Mk 32 12.75-in (324 mm) triple torpedo tubes for lightweight torpedoes. . Ticonderoga class এর এভিয়েশন উইং এ রয়েছে ২ টি SH-60B SAR অথবা MH-60R ASW Seahawk LAMPS III হেলিকপ্টার।

No comments: