Saturday, 16 July 2016

নিরীহ শান্তিপ্রিয় বেলুচিস্তানের মুসলিম ভাইদের উপর জঙ্গিরাষ্ট্র পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ


নিরীহ শান্তিপ্রিয় বেলুচিস্তানের মুসলিম ভাইদের উপর জঙ্গিরাষ্ট্র পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান, বেলুচিস্তানের স্বাধীনতার যুদ্ধে নৈতিক সমর্থন জানান। দানব রাষ্ট্র পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় বেলুচিস্তান । শুধু আয়তনে বড় তা নয়, বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ প্রদেশ, তেল ও গ্যাস যার মধ্যে উল্লেখযোগ্য । তবে দানবরাষ্ট্রের নিয়ম মতেই বেলুচিস্তান পাকিস্তানের সবথেকে দরিদ্র ও অবহেলিত প্রদেশ । জাতিগতভাবে বেলুচদের শিক্ষার হার সবচেয়ে কম । বেলুচিস্তানের তেল, গ্যাস ও অন্যান্য খনিজে সমগ্র পাকিস্তানের উন্নয়ন ঘটলে ও কেন্দ্রীয় সরকারের কোনো অনুদান পায়না বেলুচিস্তান । মাতৃভাষা বেলুচের পরিবর্তে চাপিয়ে দেয়া হয়েছে উর্দূ। এসব নিয়ে ক্ষোভ-বিক্ষোভ,প্রতিবাদ ,প্রতিরোধ চলে আসছে কয়েক যুগ ধরেই ।ষাটের দশকে এই ক্ষোভ তীব্র হলে নিষ্ঠুর সামরিক আগ্রাসনের মাধ্যমে তা দমন করা হয় । সেই সামরিক আগ্রাসনের প্রধান ছিলো কুখ্যাত টিক্কাখান। সে কারনেঐ খুনী পরিচিতি পেয়েছিলো বেলুচিস্তানের কসাই নামে । মাঝে কয়েকবছর বিচ্ছিন্ন প্রতিবাদ আন্দোলন চললে ও জেনারেল মোশাররফের শাসনামলে বেলুচিস্তান আবার অশান্ত হয়ে উঠে । দানবরাষ্ট্র তার চরিত্রানুযায়ীইসামরিক অভিযান চালিয়ে দমন করতে চায় সকল আন্দোলন । ২০০১ সাল থেকে এ পর্যন্ত পাকবাহিনী হত্যা করেছে ১৫-২০ হাজার বেলুচ স্বাধীকার আন্দোলনের কর্মীকে । পাকবাহিনীর বিমান আক্রমনে ঘরবাড়ী হারিয়ে উদ্বাস্তু হয়েছেন কমপক্ষে দু লক্ষ বেলুচ । গত বছর বিমান আক্রমনে হত্যা করা হয়েছে বেলুচিস্তানের অবিসংবাদিত নেতা আকবর বুগতি'কে । এদিকে অসীম সাহসী বেলুচেরা গেরিলা কায়দার শুরু করেছে আত্নরক্ষা ও প্রতি আক্রমন । গঠিত হয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি । যথারীতিই তাদেরকে ইতিমধ্যে ভারতীয় দালাল বলে আখ্যা দেয়া হয়ে গেছে ।আমি নিপীড়িত শান্তিকামী পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার পক্ষে, বাংলদেশ এর কোন অধিকার নেই চট্টগ্রাম দখল করে রাখার। অবৈধ দখলদার বাংলাদেশ। আমি চাই চট্টগ্রাম স্বাধীন হোক। আর আপনি??

No comments: