S-400 killer missile...
HARM,JSOW & MALD হল তিনটা ভিন্ন ধরনের মিসাইল।এই তিনটি মিসাইল একইসাথে পুরো একটা সিস্টেম হিসেবে কাজ করে।MALD হল লো কস্ট মাডিউলার সিস্টেম । এর রেঞ্জ হল 575 ন্যটিকাল মাইল এই মিসাইল 300 ন্যটিকাল মাইল এলাকায় রাডার জ্যামিং করতে সক্ষম।MALD যেকোন সাধারণ এয়ারক্রাফট, বোম্বার এবং ফাইটার থেকে নিক্ষেপ করা যায়।এর জন্য কোন বিশেষায়িত লঞ্চিং ফ্লাটফর্ম এর দরকার পড়ে না।
Jsow হল মডিউলার কমব্যাট প্রুভেন ওয়েপন।এটা দিন -রাত উভয় সময়ে কাজ করতে পারে।এতে আছে ইনট্রিগ্রেটেড GPS/INS হোমিং সিস্টেম।60 ন্যটিকাল মাইল রেঞ্জ।এর হিট সিগ্নেচার খুব কম।
JSOE-C তে আছে আইআইআর সিকার।
JSOW-C1 এর আছে মুভিং মেরিটাইম টার্গেট ক্যাপাবিলিটি এটাই হচ্ছে বিশ্বের প্রথম নেটওয়ার্ক এনাবল ওয়েপন।
JSOE-ER হল লং রেঞ্জ স্টাইকের জন্য।
HARM হচ্ছে কমব্যাট প্রুভেন।ইরাক যুদ্ধে এর ব্যাবহার হয়েছে।এতে আছে এন্টি রেডিয়েশিন হোমিং সিস্টেম।এর আছে ৮০ ন্যাটিকাল মাইলের মধ্যে রিয়েল টাইম টার্গেটিং ক্যাপাবিলিটি। এটি ল্যান্ড এবং মেরিটাইম টার্গট উভয়ের বিপক্ষে কার্যকর। এতে আছে HCSM।যার ফলে HARM সুপারসনিক গতিতে নির্ভূল ভাবে হামলা করতে সক্ষম।।
এবার দেখা যাক মিসাইল গুলো কিভাবে কাজ করবে...
AWACS দিয়ে দূর থেকে ইনিমি ডিফেন্স সিস্টেমে উপর নজর রাখা হবে।। পাশাপাশি বিভিন্ন বোম্বার এবং ফাইটার এয়ারক্রাফট থাকবে। satellite থেকে পর্যবেক্ষনের পর ডাটা AWACS এ পাঠানো হবে।সেখান থেকে তা যেকোন একটি এয়ার ক্রাফট এ যাবে। এয়ারক্রাফট প্রথমে MALD লঞ্চ করবে। সকল এয়ারক্রাফট এর মধ্যে ক্রস লিংক করা থাকে। MALD হচ্ছে আসল তুরুপের তাস।MALD যখন ইনিমি রাডার জ্যাম করে সামনে এগোতে থাকবে তখন তার পিছনে থাকবে Fighter & Bomber। পিছনে বলা হলেও তা বেশ অনেকটা পিছনে।ইনিমি মিসাইল ডিফেন্স সাড়া দিতে চাইলে তারা রাডারে বিভ্রান্তিকর তথ্য পাবে।
ফলে তারা SAM সিস্টেম থেকে মিসাইল লঞ্চ করতে পারবে না।তারপরও যদি করে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ৯৯%।
MALD এর পরেই লঞ্চ করা হবে JSOW. JSOW বিভিন্ন টার্গেটে আঘাত করবে যেমন:শত্রুর প্রতিরক্ষা স্থাপনা, জাহাজ যানবাহন ইত্যাদি।
আর HARM সুপারসনিক স্পিডে এয়ার ডিফেন্স রাডার গুলোকে ধ্বংস করবে।।একবার এই তিন মিসাইল তাণ্ডব চালানোর পর পিছনে থাকা এয়ারক্রাফট গুলো এগিয়ে আসবে।এখন তাদের জন্য সেখানে এয়ার স্টাইক করা সহজ হবে।
তারপর কিছুদূর গিয়ে একই প্রক্রিয়ায় মিসাইল গুলো আবার নিক্ষেপ করা হবে।
এভাবে পুরো বহরটি সামনে এগোতে থাকবে।বাকিটা ইতিহাস.
এছাড়া আমেরিকান স্টিলথ UAV Predator C এবং mq-9 reaper আছে।যেগুলো সহজে শত্রু শিবিরের কাছে গিয়ে HARM মিসাইল লঞ্চ করতে করতে সক্ষম।।

No comments:
Post a Comment