ছোটো গোল টি অগ্নি ৩ এর ও বড় গোলটি অগ্নি ৫ এর রেঞ্জ ম্যাপ। দেখুন বেজিং অগ্নি ৩ এর রেঞ্জের মধ্যে আছে। ভারতের কে-৪ এসএলবিএম অর্থাৎ সাবমেরিন থেকে উৎক্ষপন যোগ্য ব্যলিস্টিক মিসাইল টির রেঞ্জ ও অগ্নি-৩ এর সমান(৩৫০০কিমি)।অর্থাৎ ভারত চাইলে আরিহান্ত থেকে কে-৪ ছুড়ে বেজিং তে আঘাত হানতে পারে। একটি কে ৪ ২টন পরমাণু অস্ত্র বহন করতে পারে। যা ৩৫০-৪৫০ কিলোটন ক্ষমতা সম্পন্ন।

No comments:
Post a Comment