আজ ফলোয়ারস দের একটি ভূল ধারনার উপর পোস্ট দেব। পোস্ট টি মন দিয়ে পড়বেন।
আজ আপনাদের বলব SEAD-DEAD মিশন সম্পর্কে। Suppression of Enemy Air Defenses (SEAD) ও DEAD অর্থাৎ Destruction of Enemy Air Defenses হল শত্র পক্ষের এয়ার ডিফেন্স কে জ্যাম বা ধ্বংস করার আক্ষরিক নাম। সিড এর কাজ হল শত্রু পক্ষের এয়ার ডিফেন্স কে জ্যাম করার মাধ্যমে এয়ার ডিফেন্স অকেজো করে দেওয়া ও ডিড এর মাধ্যমে অকেজ হয়ে থাকা এয়ার ডিফেন্স ধ্বংস করা। এই পুরো পদ্ধতি টি সম্পূর্ন করতে একটি বিমানের যা বিশেষত্ব থাকে তা হল।
১- লো আরসিএস অর্থাৎ যতটা সম্ভব স্টেলথ হওয়া যাতে এয়ার ডিফেন্সের রেডার ডিটেক্ট করতে না পারে।
২- কম হিট সিগনেচার।
৩- শক্তিশালী ইলেকট্রনিক ওয়ার ফেয়ার ক্ষমতা।
৪- শক্তিশালী এয়ারোডাইনামিক এয়ারফ্রেম যাতে বিমান ভালো ভাবে লো-ফ্লাই করতে পারে।
৫- সম্ভব হলে সুপার-ক্রজ কেপেবিলিটি। যাতে অফটারবর্নার ব্যবহার না করে সুপারসনিক স্পিড লাভ করা যায়।
এই ধরনের মিশনের জন্য কয়েকটি সুদক্ষ বিমান যেমন-
Boeing EA-18G Growler, রাফাল, এফ-৩৫, রেপ্টর ইত্যাদি।
আজ আমরা আলোচনা করবো রাফাল নিয়ে। কারনটা পরে বলছি। উপরে যে কটি শর্ত বলা আছে তার প্রতিটিতে রাফাল যথেষ্ট দক্ষ। এখন কিভাবে রাফাল এই পুরো কাজটি সম্পন্ন করবে? রাফালের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইটের নাম হল স্পেকট্রা। এই স্পেকট্রা রাফালকে যেকোনো বিমানের কাছে ঈর্ষনীয় করে তুলতে পারে। ধরুন রাফাল এস-৪০০ এর এরিয়া তে ঢুকল। বা চীনের একটি এস-৪০০ ইউনিটকে ধ্বংস করতে। সেক্ষত্রে রাফাল তার কাজ করতে পারবে? রাফালে আরসিএস ২০০কিমি থেকে মাত্র ০৳৳১-০৳৳২মি^২। আশা করি বুঝতে পারছেন এটি কতটা স্টেল্থ। রাফাল এস-৪০০এর এরিয়া তে ঢোকার সঙ্গে সঙ্গেই এস-৪০০ এর রেডার একে ট্রাক করার জন্য স্বাভাবিক ভাবেই রেডিয়েশান ওয়েভ ছাড়বে। কিন্তু স্পেকট্রা তা বিকিরণ করার পরিবর্তে একই ধরনের প্রায় ১০রকম রেডিয়েশান ওয়েভ ছাড়বে। রেডার সেই ওয়েভ গুলি যখন গ্রহন করবে তখন একটির জায়গায় ১০টি রাফাল দেখবে। আপনাদের মধ্যে যারা পোকেমন দেখেছেন তারা হয়তো ডবল-টিম অ্যটাক দেখেছেন। এটি খানিকটা তেমন। এই ১০টি রাফালের একটি আসল ও ৯টা নকল। এই সময় রেডার সিস্টেম আসল নকলের মধ্যে পার্থক্য বুঝতে না পেরে পুরো সিস্টেম হ্যং হয়ে যায়। ঠিক এই সময় স্পেকট্রা ২ দূর্বলাতার সুযোগ নিয়ে পুরো সিস্টেমকে জ্যাম করে দেয় এবং এই জ্যাম সিস্টেমের উপর রাফাল এয়ার টু গ্রাউন্ড মিসাইল ও গ্রাউন্ড বোম্বিং এর মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করবে।
আমাদের মধ্যে অনেক ফলোয়ার্সরা “শুনে মুসলমান” টাইপের তাদের ধারনা যেহুতু সবাই বলে এস-৪০০ সেরা মিসাইল তাই তাদের কাছে এটি অপ্রতিরোধ্য। কিন্তু এস ৪০০ কেমন রেডার ইউজ করে, পেসিভ না এক্টিভ সিকার, স্পেকট্রা কি? খায় না মাথায় মাখে তাদের এ সম্পর্কে কোনো ধারনাই নেই। বিশেষ করে যখন বলা হয় ভারত চীনের এস-৪০০ এর কাউন্টার করতে রাফল কেনা হচ্ছে তখন কিছু বাংলাদেশি এস-৪০০ কে দৈবিক শক্তিতে রূপান্তর করে। তাদের মতে এস-৪০০ অপ্রতিরধ্য। কিন্তু ঘট শূন্য থাকলে যা হয়। মনে রাখবেন যারা উচ্চ স্থানে বসে স্ট্রেটাজি তৈরি করে তারা অনেক ভেবে একটি সিদ্ধান্ত নেয়। তারা আপনাদের থেকে অনেক বেশি জ্ঞানী। তাই তাদের সম্মান করতে শিখুন। (***চিত্র ১ ও ২ স্পেকট্রা)

No comments:
Post a Comment