★★এম-৮৪ মেইন ব্যাটল ট্যাঙ্ক★★
. এম৮৪ হচ্ছে সার্বিয়ার তৈরি একটি অত্যাধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক।আকার ও ক্ষমতার দিক দিয়ে এটি পশ্চিমা ট্যাঙ্কের সমকক্ষ হলে এটির ওজন তুলনামূলভাবে কম,কিন্তু গতি এবং রেন্জ বেশী।৯.৫ মিটার দৈর্ঘ্য,৩.৭৩ মিটার প্রস্থ ও ২.২৩ মিটার উচ্চতাবিশিষ্ট এই ট্যাঙ্কের ওজন মাত্র ৪৫ টন।এটি পরিচালনা করতে ৩ জন ক্রু প্রয়োজন।ট্যাঙ্কটি ১২০০ হর্সপাওয়ারের ডিজেল ইন্জিন ব্যবহার করে ঘন্টায় ৭৫ কি.মি. গতিতে একটানা ৭০০ কি.মি. পথ অতিক্রম করতে সক্ষম।অস্ত্রহিসেবে এটিতে রয়েছে ১টি ১২৫ মি.মি. স্মুথবোর গান,১টি ১২.৭ মি.মি. মেশিনগান এবং ১টি ৭.৬২ মি.মি. মেশিনগান।সার্ভিয়ার তৈরি এই ট্যাঙ্ক নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক।
. এম৮৪ হচ্ছে সার্বিয়ার তৈরি একটি অত্যাধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক।আকার ও ক্ষমতার দিক দিয়ে এটি পশ্চিমা ট্যাঙ্কের সমকক্ষ হলে এটির ওজন তুলনামূলভাবে কম,কিন্তু গতি এবং রেন্জ বেশী।৯.৫ মিটার দৈর্ঘ্য,৩.৭৩ মিটার প্রস্থ ও ২.২৩ মিটার উচ্চতাবিশিষ্ট এই ট্যাঙ্কের ওজন মাত্র ৪৫ টন।এটি পরিচালনা করতে ৩ জন ক্রু প্রয়োজন।ট্যাঙ্কটি ১২০০ হর্সপাওয়ারের ডিজেল ইন্জিন ব্যবহার করে ঘন্টায় ৭৫ কি.মি. গতিতে একটানা ৭০০ কি.মি. পথ অতিক্রম করতে সক্ষম।অস্ত্রহিসেবে এটিতে রয়েছে ১টি ১২৫ মি.মি. স্মুথবোর গান,১টি ১২.৭ মি.মি. মেশিনগান এবং ১টি ৭.৬২ মি.মি. মেশিনগান।সার্ভিয়ার তৈরি এই ট্যাঙ্ক নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক।

No comments:
Post a Comment