Friday, 15 July 2016

সূত্রের খবর রাশিয়া থেকে ভারত Shtorm ক্লাস এয়ারক্রাফট কেরিয়ার কিনতে চলেছে

সূত্রের খবর রাশিয়া থেকে ভারত Shtorm ক্লাস এয়ারক্রাফট কেরিয়ার কিনতে চলেছে । রাশিয়া ভারতকে কেনার প্রস্তাব দিয়েছে এমনটিই জানা যাচেছ l তবে এখনও পর্যন্ত আলোচনা চলছে। এক নজরে এয়ারক্রাফট কেরিয়াটির বৈশিষ্ট : ওজন : ১ লক্ষ টনের মতো । চওড়ায় : ৪০ মিটার লম্বায় : ৩৩০ মিটার। গতিবেগ : ৫৬কিলোমিটার প্রতি ঘন্টা । বহন ক্ষমতা : ৮০-৯০টি এয়ারক্রাফট ও ৫০০০ জন ক্রু বহন করতে পারবে এই কেরিয়ারটি l ‪

No comments: