লেটার অফ লাস্ট রিসোর্ট
হঠাৎ ব্রিটেনে পারমানবিক হামলা হলো।মারা গেল প্রধানমন্ত্রী এবং ব্রিটেনে আরো কেউ নেই পাল্টা পারমানবিক হামলার আদেশ দেওয়ার।কি হবে তখন??
তার আগে একটা কথা বলে রাখি ব্রিটেনের পাল্টা পারমানবিক হামলা করার দায়িত্ব [যেটাকে সেকেন্ড স্ট্রাইর্ক বলাও হয়] তাদের ৪ টা Vangurd ক্লাসের পারমানবিকশক্তিচালিত সাবমেরিনের উপর।
তো প্রথমে এই সাবমেরিন প্রথাগতভাবে কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে।তো যখন দেখবে যোগাযোগ করা যাচ্ছে না তখন তারা বুঝতে পারবে হয়তো ব্রিটেনে কোন সমস্যা হয়েছে।কিন্তু তারা নিশ্চিত নয় যে পারমানবিক হামলা হয়েছে।তো নিশ্চিত হওয়ার জন্য রয়েছে একটা ইউনিক পদ্ধতি!!
এই ইউনিক পদ্ধতি হল "বিবিসি রেডিও ৪"।সাবমেরিনগুলোএই রেডিও শোনার চেষ্টা করবে।এই রেডিও কখনো তার সম্প্রচার বন্ধ করে না।বন্ধ তখনই হবে যখন পারমানবিক হামলা ব্রিটেনে হবে।তো সাবমেরিনগুলো যখন দেখবে এই রেডিও চ্যানেল বন্ধ তারা তখন বুঝে যাবে ব্রিটেনে পারমানবিক হামলা হয়েছে।এবার ব্রিটেনের প্রতিশোধ নেওয়ার পালা!!
এই ক্লাসের সাবমেরিনের ভিতর অত্যন্ত এক সুরক্ষিত জায়গা আছে এবং সেই সুরক্ষার জায়গার ভিতর আরেকটি অত্যন্ত সুরক্ষিত জায়গা আছে যেখানে শুধুমাত্র ক্যাপ্টেন যেতে পারবে!!আর সেখানে রয়েছে চিঠি বা অর্ডার যেটার নাম হচ্ছে লেটার অফ লাস্ট রিসোর্ট।সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নিজ হাতের লেখা আদেশ আছে কি কি করতে হবে এই রকম পরিস্থিতে।সেটা হয় তো হামলা শুরু করার অথবা মিত্র পক্ষের কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ স্থাপন করা। সেটা যে কোন কিছু হতে পারে তবে খুব গোপন।শুধুমাত্র প্রধানমন্ত্রী জানে এতে কি লেখা আছে।
এই লেটার অফ লাস্ট রিসোর্ট এতোটাই গোপন ছিল ২০০৯ সালের আগ পর্যন্ত কেউ জানত না।নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আগের লেটারগুলো বাতিল হয়ে যায়।

No comments:
Post a Comment