Friday, 1 July 2016

অগ্নি_৪_আইআরবিএম

অগ্নি_৪_আইআরবিএম‬ . ৪০০০কিমি পাল্লার অগ্নি-৪ ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী তে যুক্ত হয়েছে। ভূমি থেকে ৯০০কিমি উচ্চতা দিয়ে এটি নিজের লক্ষের দিকে যায়। ১টন পারমাণবিক বা কনভেনশেনাল ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র টি আগে “অগ্নি-২প্রাইম”নামে পরিচিত ছিল। ৩৫০কিলোটন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৪। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে অগ্নি-৫ এ ব্যবহৃত কার্বন কম্পোজাইট এর চেয়ো অগ্নি ৪ এর কার্বোন কম্পোজাইট বেশি উন্নত। কার্বন কম্পোজাইটের প্রলেপ লাগানোর কারন বায়ুমন্ডলে রি-এন্ট্রি করার পর বায়ুমন্ডলে ঘর্ষনে উৎপন্ন তাপ থেকে মূল ওয়ারহেড কে রক্ষা করা। অগ্নি ৪ এর কার্বন কম্পোজাইট যেখানে ৩৫০০° সেঃ তাপ শোষন করতে পারে অগ্নি-৫ সেখানে ৩০০০ডিগ্রি শোষন করার ক্ষমতা রাখে। যদিও তা খুব শিঘ্রই ৩৫০০° তে উন্নীত করা হবে। জয় হিন্দ

No comments: