ব্যালিষ্টিক ক্যালকুলেটর
অনেক স্নাইপার রাইফেলে ব্যালেস্টিক স্কোপ থাকে।আমরা সকলে জানি তাপমাত্রা,উচ্চতা,বায়ুর চাপ বা প্রবাহ,দূরত্বসহঅনেককিছুই বুলেটকে টার্গেটকে থেকে দূরে নিয়ে যায় যার ফলে টার্গেটে গুলি লাগে না।তো দেখা যাচ্ছে স্নাইপারদের হৃৎপিন্ডে গুলি লাগাতে হলে কিডনির দিকে শুট করতে হয়। ক্ষেত্রবিশেষ আরো দূরের দিকে গুলি করতে হয়।
তো স্নাইপার কোন টার্গেটকে গুলি করতে হলে কোনদিকে তা টার্গেট করতে হবে সেটা এই এ্যাপ বলে দেয়।এখানে যাবতীয় তথ্য ইনপুট দিলে সেটা দেখিয়ে দিতে পারে।যেমন ছবিটার দিকে তাকান লাল রঙের সার্কেলটা হল শুট করার জায়গায় আর নীল রঙের সার্কেলটা হল গুলিটা আসলে কোথায় লাগবে।মূলত এই ধরনের ব্যবস্থা স্নাইপার রাইফেলের স্কোপে একটি ব্যালেস্টিক কম্পিউটার থাকে।তবে এখানে প্রশিক্ষনের জন্য একটি এ্যাপ বা সিটমুলেটর তৈরি করা হয়েছে। তবে উল্লেখ্য বেশ দামী হবার কারণে সব ধরনের স্নাইপার রাইফেলে ব্যালেস্টিক স্কোপ থাকে না। সাধারন টেলিস্কোপিক সাইট থাকে।

No comments:
Post a Comment