#SIKH_REGIMENT....... The Army of #GOD
. ১৯৭১ সালে পূর্ব পাকিস্থানের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধা দের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। ভারতের শিখ রেজিমেন্ট পূর্ব পাকিস্থানে প্রবেশ করে দেখে তাদের সামনে প্রায় হাজার মহিলা বিবস্ত্র অবস্থায় পরে রয়েছে যারা পাকিস্থানী হানাদার বাহিনীর হাতে ধর্ষিত। শিখদের ধর্ম অনুসারে জনসমক্ষে তাদের মাথার পাগড়ি খোলার নিয়ম না থাকলেও সেই দিন শিখ সেনারা মানবতা কেই প্রধান ধর্ম মেনে নিয়ে তাদের পাগড়ি খুলে, সেই পাগড়ির কাপড় দিয়ে বিবস্ত্র মহিলাদের আব্রু রক্ষা করেছিল। পৃথিবীর অনেক সেনাবাহিনী তাদের বীরত্বের জন্য পরিচিত কিন্তু বীরত্বের সাথে মানবতার এক অসামান্য সংমিশ্রণের অন্যতম উদাহরণ হলো শিখ রেজিমেন্ট। ১৯৭১সালের যুদ্ধে মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্থানী সেনাবাহিনীর জন্য এক অভেদ্য প্রাচীর গড়ে তুলেছিল এই শিখ রেজিমেন্ট যার পাড় পাওয়া পাকিস্থানী সেনাদের পক্ষে ছিল অসম্ভব ফলে পৃথিবীর মানচিত্রের বদল ঘটে ও পাকিস্থান ভেঙ্গে সৃষ্টি হয় স্বাধীন রাস্ট্র বাংলাদেশ।
. ১৯৭১ সালে পূর্ব পাকিস্থানের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধা দের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। ভারতের শিখ রেজিমেন্ট পূর্ব পাকিস্থানে প্রবেশ করে দেখে তাদের সামনে প্রায় হাজার মহিলা বিবস্ত্র অবস্থায় পরে রয়েছে যারা পাকিস্থানী হানাদার বাহিনীর হাতে ধর্ষিত। শিখদের ধর্ম অনুসারে জনসমক্ষে তাদের মাথার পাগড়ি খোলার নিয়ম না থাকলেও সেই দিন শিখ সেনারা মানবতা কেই প্রধান ধর্ম মেনে নিয়ে তাদের পাগড়ি খুলে, সেই পাগড়ির কাপড় দিয়ে বিবস্ত্র মহিলাদের আব্রু রক্ষা করেছিল। পৃথিবীর অনেক সেনাবাহিনী তাদের বীরত্বের জন্য পরিচিত কিন্তু বীরত্বের সাথে মানবতার এক অসামান্য সংমিশ্রণের অন্যতম উদাহরণ হলো শিখ রেজিমেন্ট। ১৯৭১সালের যুদ্ধে মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্থানী সেনাবাহিনীর জন্য এক অভেদ্য প্রাচীর গড়ে তুলেছিল এই শিখ রেজিমেন্ট যার পাড় পাওয়া পাকিস্থানী সেনাদের পক্ষে ছিল অসম্ভব ফলে পৃথিবীর মানচিত্রের বদল ঘটে ও পাকিস্থান ভেঙ্গে সৃষ্টি হয় স্বাধীন রাস্ট্র বাংলাদেশ।

No comments:
Post a Comment