Friday, 1 July 2016

আপনি কি জানেন..??

আপনি কি জানেন..?? . ভারতীয় সেনাবাহিনী আজও এক রেজিমেন্ট অশ্বারোহী সেনাবাহিনী পরিচালনা করে। যার পোশাকি নাম হলো 61st Cavalry Regiment। পৃথিবীতে ভারত বাদে আর মাত্র দুটি দেশের সেনাবাহিনী তে বর্তমানে অশ্বারোহী বাহিনী মজুত আছে। ভারতের এই অশ্বারোহী বাহিনী টি কে বর্তমানে রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে ব্যবহার করা হলেও ১৯৭১সালের ভারত-পাক যুদ্ধে এই বাহিনী অংশগ্রহণ করেছিল।

No comments: