Friday, 15 July 2016

ভারতীয় ডিফেন্স মিন্সট্রি আশা করছে যে খুব শীঘ্রই,ভারতের হাতে পৌছে যাবে ,রাশিয়ার এডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম

ভারতীয় ডিফেন্স মিন্সট্রি আশা করছে যে খুব শীঘ্রই,ভারতের হাতে পৌছে যাবে ,রাশিয়ার এডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম।2017 এর শেষ দিকে ,রাশিয়া এগুলি কে ভারতের হাতে তুলে দেবে ।রিপোর্ট বলছে ,শুধু S-400 ই নয়,ইতিমধ্য ভারত রাশিয়া থেকে আরও কিছু স্টেট অফ আর্ট ওয়েপনের অর্ডার দিয়ে দিয়েছে ,অথবা কথা চলছে ।সেগুলি কি কি একটু দেখে নিই :- *** আরও দুটি আকুলা-2 নিউক্লিয়ার এটাক সাবমেরিন লিজ নিচ্ছে ভারত । *** সবচেয়ে আকর্ষনীয় ডিল , 4 টি TU-22M3 , লংরেঞ্জ নিউক বম্বার পেতে চলেছে ভারত। *** আরও 1000 T-90S মেইন ব্যাটেল ট্যাংক ,এগুলি ভারতে তৈরী হবে। *** 80 টি MI-17 কার্গো হেলিকপ্টার ***আরও 200 KA-226 ,ইউটিলিটি হেলিকপ্টার *** 6 টি IL-76 ,এগুলির সাথে ইজরাইলি ফ্যালকন রাডার। *** ভারতীয় MIG-29 গুলি আপগ্রেডেশন । §§§ অনেকের কাছেই পরমানু সাবমেরিন লিজ নেওয়ার ব্যাপার টি ক্লিয়ার নয় ,পুরোনো সাব লিজ কেনো নেওয়া হচ্ছে ,প্রশ্ন অনেক ,এ নিয়ে পরে পোস্ট দেওয়া হবে।

No comments: