ভারতীয় ডিফেন্স মিন্সট্রি আশা করছে যে খুব শীঘ্রই,ভারতের হাতে পৌছে যাবে ,রাশিয়ার এডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম।2017 এর শেষ দিকে ,রাশিয়া এগুলি কে ভারতের হাতে তুলে দেবে ।রিপোর্ট বলছে ,শুধু S-400 ই নয়,ইতিমধ্য ভারত রাশিয়া থেকে আরও কিছু স্টেট অফ আর্ট ওয়েপনের অর্ডার দিয়ে দিয়েছে ,অথবা কথা চলছে ।সেগুলি কি কি একটু দেখে নিই :-
*** আরও দুটি আকুলা-2 নিউক্লিয়ার এটাক সাবমেরিন লিজ নিচ্ছে ভারত ।
*** সবচেয়ে আকর্ষনীয় ডিল , 4 টি TU-22M3 , লংরেঞ্জ নিউক বম্বার পেতে চলেছে ভারত।
*** আরও 1000 T-90S মেইন ব্যাটেল ট্যাংক ,এগুলি ভারতে তৈরী হবে।
*** 80 টি MI-17 কার্গো হেলিকপ্টার
***আরও 200 KA-226 ,ইউটিলিটি হেলিকপ্টার
*** 6 টি IL-76 ,এগুলির সাথে ইজরাইলি ফ্যালকন রাডার।
*** ভারতীয় MIG-29 গুলি আপগ্রেডেশন ।
§§§ অনেকের কাছেই পরমানু সাবমেরিন লিজ নেওয়ার ব্যাপার টি ক্লিয়ার নয় ,পুরোনো সাব লিজ কেনো নেওয়া হচ্ছে ,প্রশ্ন অনেক ,এ নিয়ে পরে পোস্ট দেওয়া হবে।

No comments:
Post a Comment