#ব্রেকিং_নিউজ:
ইজরায়েলি সেনাবাহিনীর ধাঁচে জম্মু-কাশ্মীরে চলছে অপারেশন চক্রব্যূহ। রাজনাথ সিংহ নির্দেশ দিয়েছেন জঙ্গি এবং জঙ্গিদের সাপোর্টার দুই একই। সুতরাং কাউকে রেয়াত নয়। এছাড়াও সেনাবাহিনীকে গুলি চালানোর সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। কোনো বিক্ষোভ হলেই প্রথমে সফট কিল তা না হলে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
.
এবার জমবে খেলা। কাশ্মীরে জঙ্গিরা পালানো পথ পাবে না। নো মারসি সিস্টেম একটিভেটেড।

No comments:
Post a Comment