ভারতীয় নৌবাহিনী করা জবাব চীনকে। জানিয়েছে তারা দঃ চীন সাগর বলে কিছু জানে না। সেটা দঃ ফিলিপিন্স সাগর বলে অভিহিত করেছে। ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল ফ্লিটের প্রধান এডমিরাল এসভি ভোকরে জানিয়েছেন ভারত সেই সমস্ত দেশ কে সহায়তা দেবে যারা বিপদে আছে। একই ভাবে কোনো দেশ যদি ভারতীয় নৌবাহিনীর কাছে সামরিক হস্তক্ষেপ বা সহায়তা চায় সেক্ষেত্রেও ভারতীয় নৌবাহিনী সহায়তা দেবে বলে এবার অফিসিয়ালি জানিয়ে দিল ভারত।
দঃ ফিলিপিন্স সাগরে ভারতীয় নৌবাহিনী র যুদ্ধ জাহাজ এর টহল দেওয়া নিয়ে তিনি স্পষ্ট জানান যখন কোনো ভারতীয় নৌজাহাজ সমুদ্রে টহল দেয় তখন তা নিজেকে রক্ষা ও অপরকে আক্রমন করতে সক্ষম। আশাকরি চীন তার কথা বুঝতে সক্ষম হয়েছে। এখন সময় এসেছে চীনের সমরিক অগ্রাসন নিয়ে বিশ্বকে ঐক্য বদ্ধ করার।

No comments:
Post a Comment