এবছর মোট ৬টি তেজস ভারতে যুক্ত হবে। পরের বছর ৮টি। এর পর প্রতি বছর ভারতে ১৯টি করে তেজস যুক্ত হবে। মোট ৪০টি মার্ক ১ যুক্ত হবে যার ২০টি আইওসি ও ২০টি এফওসি মানের। শেষ ২০টি লং-রেঞ্জ আর-৭৭ বিভিআর মিসাইল ফায়ার করতে সক্ষম হবে। এরপর মোট ৮০টি মার্ক-১এ যুক্ত হবে যেগুলিতে AESA রেডার থাকবে ও তা ১টন হল্কা হবে আগের মার্ক ১ ভার্সানের চেয়ে। ফলে ম্যনুয়েভারেবিলিটি অনেক বেড়ে যাবে। ২০১৭ থেকে বর্ডার এলাকাতে তেজস মোতায়েন শুরু হবে।
তেজসের অস্ত্র সুমহ
এয়ার টু এয়ার মিসাইল-
১/ Astra BVR(DRDO)
২/ Derby BVR
৩/ Python-5 WVR
৪/ R-77 Long range BVR
৫/ R-73 BVR
এয়ার টু গ্রাউন্ড-
১/ DRDO Anti-Radiation Missile
২/ Kh-59ME (TV-guided standoff missile)
৩/ Kh-59MK (Laser-guided standoff missile)
এন্টিশিপ মিসাইল-
১/Kh-35
২/Kh-31
বোম্ব সমূহ-
১/KAB-1500L laser-guided bombs
২/GBU-16 Paveway II
৩/FAB-250
৪/ODAB-500PM fuel-air explosives
৫/ZAB-250/350 incendiary bombs
৬/BetAB-500Shp powered concrete-piercing bombs
৭/FAB-500T gravity bombs
৮/OFAB-250-270 gravity bombs
৯/OFAB-100-120 gravity bombs
১০/RBK-500 cluster bomb stake

No comments:
Post a Comment