Friday, 1 July 2016

এবছর মোট ৬টি তেজস ভারতে যুক্ত হবে।

এবছর মোট ৬টি তেজস ভারতে যুক্ত হবে। পরের বছর ৮টি। এর পর প্রতি বছর ভারতে ১৯টি করে তেজস যুক্ত হবে। মোট ৪০টি মার্ক ১ যুক্ত হবে যার ২০টি আইওসি ও ২০টি এফওসি মানের। শেষ ২০টি লং-রেঞ্জ আর-৭৭ বিভিআর মিসাইল ফায়ার করতে সক্ষম হবে। এরপর মোট ৮০টি মার্ক-১এ যুক্ত হবে যেগুলিতে AESA রেডার থাকবে ও তা ১টন হল্কা হবে আগের মার্ক ১ ভার্সানের চেয়ে। ফলে ম্যনুয়েভারেবিলিটি অনেক বেড়ে যাবে। ২০১৭ থেকে বর্ডার এলাকাতে তেজস মোতায়েন শুরু হবে। তেজসের অস্ত্র সুমহ এয়ার টু এয়ার মিসাইল- ১/ Astra BVR(DRDO) ২/ Derby BVR ৩/ Python-5 WVR ৪/ R-77 Long range BVR ৫/ R-73 BVR এয়ার টু গ্রাউন্ড- ১/ DRDO Anti-Radiation Missile ২/ Kh-59ME (TV-guided standoff missile) ৩/ Kh-59MK (Laser-guided standoff missile) এন্টিশিপ মিসাইল- ১/Kh-35 ২/Kh-31 বোম্ব সমূহ- ১/KAB-1500L laser-guided bombs ২/GBU-16 Paveway II ৩/FAB-250 ৪/ODAB-500PM fuel-air explosives ৫/ZAB-250/350 incendiary bombs ৬/BetAB-500Shp powered concrete-piercing bombs ৭/FAB-500T gravity bombs ৮/OFAB-250-270 gravity bombs ৯/OFAB-100-120 gravity bombs ১০/RBK-500 cluster bomb stake

No comments: