Friday, 1 July 2016

আর কিছুক্ষণ তারপরই ভারতীয় বিমানবাহিনীতে পাকাপাকি ভাবে জায়গা করে নেবে আমাদের প্রিয় দেশী বার্ড তেজস।

আর কিছুক্ষণ তারপরই ভারতীয় বিমানবাহিনীতে পাকাপাকি ভাবে জায়গা করে নেবে আমাদের প্রিয় দেশী বার্ড তেজস। আজ আর কিছুক্ষনের মধ্যেই পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমানবাহিনীতে অন্তর্ভুক্তি হতে চলেছে তেজসের। তেজসের প্রথম স্কোয়াড্রন হবে "No.45_Squadron_IAF (Flying Daggers)".

No comments: