Friday, 1 July 2016

কি অদ্ভুদ মিল তাই না?

কি অদ্ভুদ মিল তাই না? . হওয়াটাই স্বাভাবিক। একটি ইরানের তৈরি এমাদ ক্ষেপণাস্ত্র অপরটি ভারতের তৈরি অগ্নি-২। দুটি ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বিচার করলে অগ্নি ২ এর রেঞ্জ ২০০০-২৫০০কিমি অপর দিকে এমাদের ১৭০০কিমি। অগ্নি ২ যেখানে ১টন অস্ত্র বহন করতে পারে সেখানে এমাদ ৭৫০কেজি। একটি যেখানে তরল জ্বালানি দ্বারা চালিত সেখানে অগ্নি ২ কঠিন জ্বালানি। . অর্থাৎ বোঝাই যাচ্ছে দুইটির মধ্যে বিস্তর ফারাক। কিন্তু ভালো করে একটু এর রি-এন্ট্রি ভেহিকেল টি দেখুন। সেই ডিজাইনে অদ্ভুদ সাদৃশ্য রয়েছে। আসলে এমাদের রি-এন্ট্রি ভেহিকেলটি অগ্নি ২ এর কপি। কিন্তু এটাই হাতিয়ার হিসাবে পাকিস্তান ও চীন ব্যবহার করে। শোনা যায় ভারতের এনএসজি ও এমটিসিআর এ অন্তর্ভুক্তির সময় ইরানকে পরমাণু ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাচার করার অভিযোগ ও তোলা হয়। এনএসজি তে চীনের সহায়তায় তা সম্ভব হলেও এমটিসিআর এ তা ধোপে টেকেনি। এখন কথা হল চীন সু-২৭ কপি করেছে বলে কি এটা যে রাশিয়া নিজের ইচ্ছায় সু-২৭ এর প্রযুক্তি চীনের হাতে তুলে দিয়েছে যাতে চীন কপি করতে পারে? ভারত চাইলেও কখনও তা করতে পারবে না। কারন তা করলে ভারতের পরম মিত্র ইজ্রাইল এর বিশ্বাস ভঙ্গ হবে। . এখন কথা হল ইরান কেন অগ্নি ২ এর রি-এন্ট্রি কপি করলো? তার জন্য অগ্নি ২ কে জানতে হবে। অগ্নি ২ প্রথম পরীক্ষা হয় ১৯৯৯ সালে সেখানে অগ্নি ৩ এর প্রথম সফল পরীক্ষা হয় ২০০৭সালে। কারন অগ্নি ১, ২ ও ৪ তে প্রযুক্তিগত ফারাক খুব কম হলেও এদের সাথে অগ্নি ৩ ও ৫ এর প্রযুক্তির ফারাক ছিল অনেক। তাই ডিআরডিও এর বিজ্ঞানী ও শ্রদ্ধেয় আব্দুল কালাম সাহেব ভালো করেই জানতেন অগ্নি ২ এর পর অগ্নি ৩ অস্তে অনেক সময় লাগবে। তাই মাঝের এই বছর গুলির কথা মাথায় রেখে অত্যন্ত কৌশলের সঙ্গে ডিজাইন করা হয় অগ্নি-২ এর রি-এন্ট্রি ভেহিকেলকে। এই রি-এন্ট্রি ভেহিকেল কে বলা হয় ম্যনুয়েভারেবেল রি-এন্ট্রি ভেহিকেল বা এমআরএভি(MARV)। এতে দুটি ছোট ডানার সাথে ২০০কেজি ফুয়েল থাকে। যাতে শত্রুপক্ষের এন্টি ব্যলিস্টিক মিসাইল থেকে এটি নিজেকে রক্ষা করতে পারে। কারন অগ্নি ২ MIRV বহন করতে পারে না। অর্থাৎ যদি কোনো কারনে পরমাণু যুদ্ধ বাধে তালে ভারত যেন অবশ্যই পাকিস্তান ও চীনে সফল ভাবে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে। . ঠিক এই কারনেই ইরান এর কপি করে। কারন ইজ্রাইল এবিএম প্রযুক্তি তে সিদ্ধহস্ত তাই ইরানে ARROW-2 এন্টিব্যলিস্টিকমিসাইল থেকে রক্ষা পেতে ইরান এই পদক্ষেপ নেয়।

No comments: