Friday, 1 July 2016

বাংলাদেশ বায়ুসেনার অন্যতম মেরুদন্ড

¤¤¤ বাংলাদেশ বায়ুসেনার অন্যতম মেরুদন্ড , অত্যাধুনিক ফ্লাইং আইফোন , এডভান্সড ট্রেইনার+লাইট এটাক ফাইটার , YAK-130।এটি বাংলাদেশ রাশিয়া হতে কিনেছে ,সংখ্যায় 16 টি ।এই YAK-130 , বাংলাদেশী পাইলটদের ক্ষমতা আরও বৃদ্ধি করে দিয়েছে ,যাস্ট এই একটি ফাইটার দিয়েই তারা রাশিয়ান MIG-29 থেকে শুরু করে , MIG-35,SU-30 এমনকি T-50 PAK FA চালানোর ট্রেনিংও রপ্ত করে ফেলেছে।তাই বলাই যায় যে, বাংলাদেশী বিমান বাহিনীতে আগামীতে রাশিয়ান পঞ্চম প্রজন্মের বিমান ও আসতে পারে ।অন্যসব বাংলাদেশী ট্রেনিং বিমানের বিপরীত ,এই ইয়াকে ইজেকশন সিট লাগানো ,তাই এমারজেন্সিতে ,বাংলাদেশী পঞ্চম প্রজন্মের ট্রেনিং প্রাপ্ত পাইলটরা সহজেই ,বেঁচে যাবে। *** বিঃদ্র:- গতবছরের জুনে ,বাংলাদেশের দেখাদেখি হিংসে করে মায়ানমার অজানা সংখ্যাক YAK-130 অর্ডার দেয় ।নগত টাকায় কিনছে বলে,মায়ানমার এবছর থেকেই এই সুপার ফাইটার ,রাশিয়া থেকে পেয়ে যাবে

No comments: