আমেরিকান ডিফেন্স জায়েন্ট লকহিড মর্টিন , ভারতের $15 বিলিয়ন ডলারের ডিলটিতে আশা ছাড়ছে না।সংস্থার ভাইস প্রেসিডেন্ট, জর্জ স্ট্যান্ডরাইগ জানিয়েছেন -- আমরা ভারতীয় সংস্থার সাথে ভারতেই , পরবর্তী প্রজন্মের F-16 গুলি তৈরী করতে চাই ।তারা আগামী পাঁচ বছরে ভারতীয় বায়ু সেনার জন্য অন্তত 100 টি F-16 বানাতে চায় ।আমেরিকার বাইরে F-16 এর প্রোডাকশন লাইন এক্টিভ ছিল দক্ষিন কোরিয়া,তুরস্ক,বেলজিয়ামে ।তবে ভারত এই স্টেট অফ আর্ট কিনতে রাজি হলে , তারা ফুল T0T সহ ,ভারতেই প্রোডাকশন লাইন খুলবে,বর্তমানে আমেরিকায় অবস্থিত টেক্সাসে অবস্থিত F-16 এর শেষ এক্টিভ প্রোডাকশন লাইন টি ভারতে নিয়ে চলে আসবে।যদিও IAF এতে কতটা ইন্টারেস্টেড তাই প্রশ্নবিদ্ধ ,তাছাড়া ভারত এরকম অফার আরও চারটি সংস্থা থেকে পেয়ে বসে আছে।

No comments:
Post a Comment