ভারতের বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান থেকে সম্পূর্ন দেশীয় প্রযুক্তি তে প্রস্তুত করা স্পার্ট এন্টি এয়ারফিল্ড ওয়েপেন্স বা SAAW এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। চলতি মাসের প্রথম সপ্তাহের শুরুর দিকেই ডিআরডিও ও ভারতীয় বায়ুসেনা অত্যন্ত গোপনে এই স্পার্ট বোমা টির সফল পরীক্ষা চালিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে জানা গেছে।
ভারতীয় বায়ুসেনার জন্য ডিআরডিও এই এন্টি এয়ারফিন্ড বোমা টির প্রস্তুত করেছে। এটির ওজন ১২৫-১৫০ কেজি ও রেঞ্জ ৮০-১০০কিলোমিটার। এই অত্যাধুনিক স্পার্ট বোম টি ভারতীয় বায়ুসেনায় যুক্ত হলে বায়ুসেনার শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটির ব্যবহারের ফলে শক্তিশালী রানওয়ে ও মাটির নিচে লুকিয়ে থাকা শক্রর বাঙ্কার এক নিমেষেই ধ্বংস করা যাবে। এই গাইডেড স্পার্ট এন্টি এয়ারফিন্ড বোমাটি জাগুয়ার ও সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমান থেকে ব্যবহার করা যাবে ও ভবিষ্যতে ফ্রান্স থেকে রাফেল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনা তে যুক্ত হলে তাতেও এটি প্রতিস্থাপন করা যাবে। যদিও এটি এখনো পরীক্ষামুলক অবস্থায় আছে বলে জানা গেছে।

No comments:
Post a Comment