Wednesday, 25 May 2016

এডাপটিভ ক্লকিং সিস্টেম

এডাপটিভ ক্লকিং সিস্টেম বেশ গোপন এই প্রযুক্তি আর্মর ভেহিকেলে ব্যবহার করা হয়েছে।এর সাহায্যে আশেপাশের পরিবেশের উপর নির্ভর করে যানকে উত্তপ্ত বা ঠান্ডা করা হয়,খুব দ্রুত ইঞ্জিন ঠান্ডা করা এবং অনেক কম শব্দ উৎপন্ন হয়।ব্রিটেন এই প্রযুক্তির উদ্ভাবক।পরীক্ষার সময় এর ফলাফল দারুন ছিল।রাতে এঁকে ইনফ্রারেড দ্বারা ডিটেক্ট করা প্রায় অসম্ভব।কারন এই প্রযুুক্তি ব্যবহারের ফলে কোন তাপই বের হয় না!!

No comments: