Tuesday, 24 May 2016

খুব শীঘ্রই আবার ভারতের লংরেঞ্জ সাবসনিক মিসাইল নির্ভয়ের টেস্ট ট্রায়াল হতে চলেছে আগামী দুই মাসের মধ্য

¤¤¤ খুব শীঘ্রই আবার ভারতের লংরেঞ্জ সাবসনিক মিসাইল নির্ভয়ের টেস্ট ট্রায়াল হতে চলেছে আগামী দুই মাসের মধ্য।DRDO মোট তিনবার এটিকে ট্রায়ালে আনে একবার ট্রায়াল সফল হয় এবং দুই বার আংশিক সাফল্য আসায়,আশানুরুপ ফল না আসায় ,এটিকে আবার টেস্ট ট্রায়ালে আনছে DRDO।.প্রায় ১৫০০ কিমি রেঞ্জ এবং ০.৯ ম্যাক গতির সাবসনিক নির্ভয় ক্রুজ মিসাইল ভারতের কাছে গূরুত্বপূর্ন. বর্তমানে ভারতের কাছে ৩০০কিমির এর অধিক রেঞ্জের কোন ক্রুজ মিসাইল নেই , তাই এই নির্ভয় এদিক থেকেও খুব গূরুত্বপূর্ন।প্রায় ২৪ রকমের ওয়ারহেড নিয়ে ,এটি গাছপালার উপর দিয়ে মাটির কাছদিয়ে লো অলটিটিউডে উরতে পারে ,তাই একে রাডারে ধরা সহজ নয়।

No comments: