এজেন্ট ওরেঞ্জ
এই এজেন্টকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে
ভয়ংকর এজেন্ট যা প্রায় ৩ মিলিয়ন
মানুষদের পংগু করে দিয়েছে।
আমেরিকা আর ভিয়েতনাম যুদ্ধে
(1961-1971) আমেরিকান রা এই এজেন্ট
ব্যাবহার করে। ভিয়েতনামিদের
গেরিলা আক্রমনে যখন
আমেরিকানদের অস্থির অবস্থা তখন
তারা এই এজেন্ট মাঠে নামায়.
আসলে agent orange কোন মানুষের নাম
না।
এটা এক ধরনের "উদ্ভিতনাশক" যা
ভিয়েতনামের জংগল ধংস করার জন্য
ব্যবহার করা হয়েছিল. এতে করে
ভিয়েতনামিদের সব এ্যাম্বুস কভার ধংস
হয়ে গিয়েছিল। মূলত এক ধরনের কমলা রং এর ড্রামে করে এই কেমিকেল
আনা হয়েছিল এবং প্রায় ৭২ মিলিয়ন
লিটার এজেন্ট অরেঞ্জ স্প্রে করা
হয়েছিল। এতে যে শুধু ভিয়েতনামিরাই
ক্ষতিগ্রস্থ হয়েছিল তা না,
আমেরিকানরাও বেশ ক্ষতির সম্মুখিন
হয়েছিল. যার জন্য একে বলা হয় "ডাবল এজেন্ট"।
পরবর্তিতে এই জঘন্য কাজের জন্য কেইস ফাইল করা হলে US সরকার তার ক্ষতিগ্রস্থ
মানুষদের ১৫০০ ডলার/মাসে আর
ভিয়েতনামিদের মাত্র ৫ ডলার দেয়।
এই এজেন্ট এমন এক কোম্পানী (dow chemicals) যারা ভয়ংকর industrial disaster "Bhopal gas
tragedy" র নায়ক।
নিজ সার্থের জন্য আমেরিকানরা সব
কিছুই করতে পারে. তখন প্রতিপক্ষের
defend করা ছাড়া আর কিছুই করার
থাকে না।ভাল হয় তাদের তালে
তাল মিলানো. গাছে তাল না
থাকলেও তালের ক্লোন তৈরি করে
গাছে লাগাই রাখতে হবে| Molecular Formula: C24H27Cl5O6.

No comments:
Post a Comment