Monday, 30 May 2016

একটি মজার ঘটনা

¤¤¤ কয়েকদিন আগে একটি মজার ঘটনা ঘটে গেছে, ঘটনাটি শেয়ার করেছেন স্টেলথ ফ্রীগেট INS TARKASH এর একজন অফিসার :- ------- মধ্যপ্রাচ্যর উদ্দেশ্য রওয়না হয় ,ভারতীয় নেভীর তিনটি জাহাজ ।ওয়েস্টার্ন কমান্ড মুম্বাই থেকে রওয়না হয় ,তিনটি জাহাজ :- 6800 টনের ডেসট্রয়ার INS DELHI , 3750 টনের স্টেলথ ফ্রীগেট INS TARKASH এবং একটি ট্যাংকার DEEPAK , তাদের গন্তব্য ছিল UAE । ।তারা বন্দর ছাড়ার পরেই খবর আসে যে ,পাকিস্থান নেভীর একটি যুদ্ধ জাহাজের দল বা ফ্লীট ইন্টারন্যাশনাল ওয়াটার রেঞ্জে উপস্থিত আছে ,যেটি ভারতীয় সমুদ্র সীমা হতে বেশি দূরে নয়। তখন INS DELHI এবংDEEPAK নির্ধারিত রূট ধরেই UAE এর দিকে অগ্রসর হয় ,কিন্তু স্টেলথ গাইডেড মিসাইল ফ্রীগেট INS TARKASH একটু ঘুর পথ ধরে , অন্য দুই জাহাজ হতে বিচ্ছিন্ন হয়ে।অফিসারের কথায়, ভারতীয় ফ্রীগেট টি র রাডারে পাকিস্থানি নেভীর যুদ্ধ জাহাজ গুলি ধরা পরে যায় অনেক আগেই।হঠাত্ করেই INS TARKASH একা গিয়ে পুরো পাকিস্থানি যুদ্ধ জাহাজের ফ্লীটের কাছাকাছি উপস্থিত হয়ে পরে ।পাক নেভী টের ও পায়নি একটি স্টেলথ শিকারি তাদের লক্ষ রাখছে ।তো যাই হোক INS TARKASH থেকে ,পাক নেভীর যুদ্ধ জাহাজ গুলির ক্যাপটেন এর সাথে যোগাযোগ করা হয় এবং এই অঞ্চল ছেড়ে চলে যেতে বলা হয় ।আদেশ শুনে পাকিস্থান নেভীর জাহাজ গুলি আবার সুরসুর করে,ঐ অঞ্চল থেকে কেটে পরে ।যতই হোক , 8 টি ব্রামোসের মুখোমুখি কোন যুদ্ধ জাহাজই হতে চাইবে না।পরে অফিসার আরও বলেন ,এটা ছিল আমাদের জাহাজের স্টেলথ কোয়ালিটি পরিক্ষার দারুন সুযোগ,পাকিস্থাননেভী ভাবতেই পারে নি , INS TARKASH এভাবে তাদের সামনে উপস্থিত হবে ,কারন তারা এর উপস্থিতি টের ই পায় নি ।

No comments: